দীপ্ত দামিনী
।। দীপ্ত দামিনী।।
।। অলোক সরকার ।।
জেগে উঠি ভোরের কোকিলরবে
আঁধো অলস চরণে
বসি বাতায়ণ প্রাঙ্গনে।
এসেছে বর্ষা,যেন নবীন বর্ষা
দুলিছে পবনের তালে,ছন্দে
সকল বনবীথিকা।
দূর হতে শুনি যেন
মৃদঙ্গ,শঙ্খ,রবীন্দ্র গীতিকা।
দুলিছে তালে তালে
শতযুগের কবিরা মিলে ধ্বনিত
হচ্ছে যেন মত্তমদির আবেশে
শতযুগের মানবতার গীতিকা।
এ যেন নয়নপাতে চুম্বন,
এ যেন অলকে অলক
মেঘ গর্জন !
মেঘমল্লার রাগিনী।
এ যেন স্নিগ্ধসজল, মেঘউজ্জ্বল
অন্ধতামস যামিনী।
এ যেন শত শত যুগের
সুখী-পরিমল চমকে দীপ্ত দামিনী।
।। অলোক সরকার ।।
জেগে উঠি ভোরের কোকিলরবে
আঁধো অলস চরণে
বসি বাতায়ণ প্রাঙ্গনে।
এসেছে বর্ষা,যেন নবীন বর্ষা
দুলিছে পবনের তালে,ছন্দে
সকল বনবীথিকা।
দূর হতে শুনি যেন
মৃদঙ্গ,শঙ্খ,রবীন্দ্র গীতিকা।
দুলিছে তালে তালে
শতযুগের কবিরা মিলে ধ্বনিত
হচ্ছে যেন মত্তমদির আবেশে
শতযুগের মানবতার গীতিকা।
এ যেন নয়নপাতে চুম্বন,
এ যেন অলকে অলক
মেঘ গর্জন !
মেঘমল্লার রাগিনী।
এ যেন স্নিগ্ধসজল, মেঘউজ্জ্বল
অন্ধতামস যামিনী।
এ যেন শত শত যুগের
সুখী-পরিমল চমকে দীপ্ত দামিনী।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
জাগ্রত যুবক ১৩/০৭/২০২১দারুণ ছন্দে পুরাণকাহিনি
-
শমসের শেখ ১২/০৭/২০২১সত্যি খুব সুন্দর লিখেছেন
-
সিন্ধু সেঁচে মুক্তা-আব্দুল কাদির মিয়া ১২/০৭/২০২১দারুণ
-
ফয়জুল মহী ১২/০৭/২০২১অনিন্দ্য সুন্দর লেখনশৈলী
মুগ্ধতা সীমাহীন। শুভকামনা রইলো। -
রেদওয়ান আহমেদ বর্ণ ১২/০৭/২০২১সুন্দর লেখনী প্রকাশ