নিভৃত জীবন
পাপিয়া!
এভাবেই আজন্ম ব্যস্ততার
এক একটা দিন শেষ হয়।
অথচ, প্রত্যেকটা জীবনের ভেতরে
থাকে এক একটা নিভৃত জীবন।
পাপিয়া!
কত বিষন্নতা জীবনের অস্তিত্বহীণ
অসীম নিস্তরঙ্গতা মিলে যায়
নীল আকাশের কোলে।
শোনাতে তোমায় কত অবসর
দিনযাপনের স্বপ্নঘেরা অবিন্যস্ত
দিনলিপির কথা যা তোমার
চেতনার ডায়েরিতে লেখা আছে।
পাপিয়া!
এখন,জীবন আছে জীবনের মাঝে!
কত শত ছোটো খাঁটো অবসর
অপরাহ্ণ মেঘরাঙ্গা হয়ে বেঁচে
আছে বিষাদের নিসঙ্গতার ছায়ায়।
পাপিয়া!
এখন আছে আমার এক জীবন
যে শোনাতে চায় তার নিজস্ব
জীবনের বেদনার গান আর
দ্রুত বদলে যাওয়া সকল মূল্যবোধ ।
এভাবেই আজন্ম ব্যস্ততার
এক একটা দিন শেষ হয়।
অথচ, প্রত্যেকটা জীবনের ভেতরে
থাকে এক একটা নিভৃত জীবন।
পাপিয়া!
কত বিষন্নতা জীবনের অস্তিত্বহীণ
অসীম নিস্তরঙ্গতা মিলে যায়
নীল আকাশের কোলে।
শোনাতে তোমায় কত অবসর
দিনযাপনের স্বপ্নঘেরা অবিন্যস্ত
দিনলিপির কথা যা তোমার
চেতনার ডায়েরিতে লেখা আছে।
পাপিয়া!
এখন,জীবন আছে জীবনের মাঝে!
কত শত ছোটো খাঁটো অবসর
অপরাহ্ণ মেঘরাঙ্গা হয়ে বেঁচে
আছে বিষাদের নিসঙ্গতার ছায়ায়।
পাপিয়া!
এখন আছে আমার এক জীবন
যে শোনাতে চায় তার নিজস্ব
জীবনের বেদনার গান আর
দ্রুত বদলে যাওয়া সকল মূল্যবোধ ।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
ডাঃঅলোক সরকার ০৬/০৭/২০২১সকল কবিবন্ধুদের উৎসাহিত মন্তব্যে স্নাত হলাম। ধন্যবাদ সকলকে।
-
মঈনুল ইসলাম ০৬/০৭/২০২১বাহ্ !!
শুভকামনা রইলো। -
অভিজিৎ হালদার ০৬/০৭/২০২১সুন্দর
-
Md. Rayhan Kazi ০৬/০৭/২০২১অসাধারণ
-
রেদওয়ান আহমেদ বর্ণ ০৬/০৭/২০২১অসাধারণ লিখেছেন
-
রেদওয়ান আহমেদ বর্ণ ০৬/০৭/২০২১অনিন্দ্যসুন্দর লিখেছেন
-
ফয়জুল মহী ০৬/০৭/২০২১প্রাণবন্ত উপহার,