অভিমান
-ঃঅভিমানঃ-
তুমি আসবে বোলে,
ভোর বেলাতেই শুভ্র সকালটাকে
বিদায় দিলাম।
মধ্যান্যকে বললাম সেজে গুঁজে
আমার জন্যে একটু দাঁড়িও।
পুর্বাহ্নে মধ্যান্যটা অপেক্ষারত হয়ে
পাঁশ কাটিয়ে চলে গেল ।
এখন গধুলীর শান্ত রুপ তোমারই
আসার সময় হলো না।
তোমার জন্যে লিখলাম এ কবিতা (!)
ভাবছি কি যে দেবো তার নাম ?
দিলাম------অভিমান!
তুমি আসবে বোলে,
ভোর বেলাতেই শুভ্র সকালটাকে
বিদায় দিলাম।
মধ্যান্যকে বললাম সেজে গুঁজে
আমার জন্যে একটু দাঁড়িও।
পুর্বাহ্নে মধ্যান্যটা অপেক্ষারত হয়ে
পাঁশ কাটিয়ে চলে গেল ।
এখন গধুলীর শান্ত রুপ তোমারই
আসার সময় হলো না।
তোমার জন্যে লিখলাম এ কবিতা (!)
ভাবছি কি যে দেবো তার নাম ?
দিলাম------অভিমান!
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
শঙ্খজিৎ ভট্টাচার্য ১১/০১/২০২৪অনবদ্য