বর্ষবরণ
বর্ষবরণের আনন্দে যখন, মাতল আমার শহর,
আকাশজুড়ে মশাল জ্বলে, অর্থের কী বহর!
ডান্সফ্লোরে উদ্দাম নাচ,মদের ফোয়ারা
নাইটক্লাবে রাতযাপনের চলছে মহড়া।
ডিনার টেবিলে লেগপিস,স্বাদে ভরপুর
খোকার স্বপ্নে পলুয়া, মন ফুরফুর।
স্বপ্ন ভাঙলে খোকা শুধায়,
মা ও মা,কখন খাবো ভাত?
অসহায় মা ককিঁয়ে বলে,
শূন্য হাঁড়ির হয়না কোন জাত।
আকাশজুড়ে মশাল জ্বলে, অর্থের কী বহর!
ডান্সফ্লোরে উদ্দাম নাচ,মদের ফোয়ারা
নাইটক্লাবে রাতযাপনের চলছে মহড়া।
ডিনার টেবিলে লেগপিস,স্বাদে ভরপুর
খোকার স্বপ্নে পলুয়া, মন ফুরফুর।
স্বপ্ন ভাঙলে খোকা শুধায়,
মা ও মা,কখন খাবো ভাত?
অসহায় মা ককিঁয়ে বলে,
শূন্য হাঁড়ির হয়না কোন জাত।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
ডাঃ প্রবীর আচার্য নয়ন ০৭/০১/২০১৮খুব ভালো লেগেছে।
-
এন আই পারভেজ ০৩/০১/২০১৮চমৎকার।
-
সাঁঝের তারা ০১/০১/২০১৮সুন্দর, শুভ নববর্ষ ...
-
মাহিদ সিদ্দিকী আলিফ ০১/০১/২০১৮নববর্ষের প্রীতি ও শুভেচ্ছা রইল। বর্তমান প্রেক্ষাপটকে সুন্দরভাবে উপস্হাপিত করার জন্যে ধন্যবাদ কবি..!
-
কামরুজ্জামান সাদ ০১/০১/২০১৮লেখার ধরণ ভাল লেগেছে।