নদীর শিক্ষা (কবিতা)
নদীর শিক্ষা
অনেক কিছুই শেখার আছে ...
বয়ে চলা নদীর কাছে।
পারিপাশ্বির্কে যাই হোক সে বয়ে নিয়ে চলে পলি,মাটি,পাথর,জল.......
কর্তব্যে অনড় লক্ষ্যে অবিচল।
ছোট হোক বা বড়
প্রতিটি নদীর আছে নিজ বিক্রম....
দৃঢ়তার সাথে লড়াই করে
সমস্ত বাধা বিপত্তি করে অতিক্রম ।
জানে সে বইতে গিয়ে পথে পাবে
কখনো চড়াই কখনো উতরাই ....
জীবনেরই অঙ্গ রূপে মেনে নিয়ে
হাসি মুখে বয়ে চলে তাই।
নিজের সীমা বোঝে সে
সাধারণত করে না তা পার.....
কখনো বা নিচে নামতে হলেও
জানে বৃহত্তর স্বার্থে উপায় নেই যে আর।
জানা আছে তার কোথায় হতে হবে দৃঢ়
বা কোথায় বইতে হবে বেঁকে .....
ধর্ম জাতি ভেদাভেদ ভুলে
সমানাধিকার বজায় রেখে।
চিরকাল সে উপকার করে যাবে
তার প্রতি সদাচারে .....
কিন্তু অবহেলায় অমর্যাদায়
রুদ্র রূপে পাবে তারে ।
অনেক কিছুই শেখার আছে ...
বয়ে চলা নদীর কাছে।
পারিপাশ্বির্কে যাই হোক সে বয়ে নিয়ে চলে পলি,মাটি,পাথর,জল.......
কর্তব্যে অনড় লক্ষ্যে অবিচল।
ছোট হোক বা বড়
প্রতিটি নদীর আছে নিজ বিক্রম....
দৃঢ়তার সাথে লড়াই করে
সমস্ত বাধা বিপত্তি করে অতিক্রম ।
জানে সে বইতে গিয়ে পথে পাবে
কখনো চড়াই কখনো উতরাই ....
জীবনেরই অঙ্গ রূপে মেনে নিয়ে
হাসি মুখে বয়ে চলে তাই।
নিজের সীমা বোঝে সে
সাধারণত করে না তা পার.....
কখনো বা নিচে নামতে হলেও
জানে বৃহত্তর স্বার্থে উপায় নেই যে আর।
জানা আছে তার কোথায় হতে হবে দৃঢ়
বা কোথায় বইতে হবে বেঁকে .....
ধর্ম জাতি ভেদাভেদ ভুলে
সমানাধিকার বজায় রেখে।
চিরকাল সে উপকার করে যাবে
তার প্রতি সদাচারে .....
কিন্তু অবহেলায় অমর্যাদায়
রুদ্র রূপে পাবে তারে ।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
সাঃ মোঃ সাখাওয়াত হোসেন ১৭/০৭/২০২০অতি চমৎকার।
-
সাইয়িদ রফিকুল হক ১৬/০৭/২০২০মানুষের বোধোদয় হোক।
-
ফয়জুল মহী ১৬/০৭/২০২০Excellent
-
স্বপন রোজারিও (মাইকেল) ১৬/০৭/২০২০নদী বিশালতা শিখায়।