আমি শহর বলছি
আমি শহর বলছি ,তোমাদের শহর ।
আমি শহর বলছি , বোকা বেকার আদর ।
আমি শহর বলছি, ব্যস্ত ভীষণ ,বসন্ত বাসর ।
আমি শহর বলছি,অনাদরে পরে থাকা এক শিশি আতর ।
আমি শহর বলছি ,তোমাদের শহর ।
আমি বৃদ্ধাশ্রমে যাব, কাকের ক্লান্তি কুড়াব ।
আমি ইবাদতে যাব , ইতর অভিযোগ শোনাব।
আমি ধ্বংস পাহাড় খাব, বিধ্বংসী হব।
আমি কাঁদব, কান্না শুকাব । তারপর বলব,
আমি বহুব্রীহি বটে-বর , কিশোরী কুঁড়েঘর।
আমি শহর বলছি ,তোমাদের শহর ।
বলবে এখন, আমি অভিমানী ভীষণ,
বিষণ্ণতার ভরপুর আয়োজন।
কী দিয়েছো আমাকে ? নগ্ন নারায়ণ,
ইঞ্চি ইঞ্চি ঈশানী ইট-পাথর আর কিছু আঁচর ।
শুনছো , আমি শহর বলছি , তোমাদের শহর ।
দেখতে দেখতে আমি ক্লান্ত কদাকার,
শুনতে শুনতে আমি শ্বান্ত সুরকার,
ভাবতে ভাবতে, আমি আর কিছু পাই না ভাবার।
স্বাধীন দেশে হঠাৎ বিজ্ঞাপন, নিখোঁজ ঞ নগর ।
বলব না আর , আমি শহর বলছি ,তোমাদের শহর ।
৫ মাঘ ১৪২৮।
আমি শহর বলছি , বোকা বেকার আদর ।
আমি শহর বলছি, ব্যস্ত ভীষণ ,বসন্ত বাসর ।
আমি শহর বলছি,অনাদরে পরে থাকা এক শিশি আতর ।
আমি শহর বলছি ,তোমাদের শহর ।
আমি বৃদ্ধাশ্রমে যাব, কাকের ক্লান্তি কুড়াব ।
আমি ইবাদতে যাব , ইতর অভিযোগ শোনাব।
আমি ধ্বংস পাহাড় খাব, বিধ্বংসী হব।
আমি কাঁদব, কান্না শুকাব । তারপর বলব,
আমি বহুব্রীহি বটে-বর , কিশোরী কুঁড়েঘর।
আমি শহর বলছি ,তোমাদের শহর ।
বলবে এখন, আমি অভিমানী ভীষণ,
বিষণ্ণতার ভরপুর আয়োজন।
কী দিয়েছো আমাকে ? নগ্ন নারায়ণ,
ইঞ্চি ইঞ্চি ঈশানী ইট-পাথর আর কিছু আঁচর ।
শুনছো , আমি শহর বলছি , তোমাদের শহর ।
দেখতে দেখতে আমি ক্লান্ত কদাকার,
শুনতে শুনতে আমি শ্বান্ত সুরকার,
ভাবতে ভাবতে, আমি আর কিছু পাই না ভাবার।
স্বাধীন দেশে হঠাৎ বিজ্ঞাপন, নিখোঁজ ঞ নগর ।
বলব না আর , আমি শহর বলছি ,তোমাদের শহর ।
৫ মাঘ ১৪২৮।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
আব্দুর রহমান আনসারী ২০/০৩/২০২২ভালো
-
আলমগীর সরকার লিটন ০২/০২/২০২২খুব সুন্দর লেখেছেন কবি দা
-
শ.ম.ওয়াহিদুজ্জামান ০২/০২/২০২২শহরের ভাবনার অবকাশ, বেশ।
-
ফয়জুল মহী ০২/০২/২০২২Excellent writen