বসন্তের গান
এ বসন্তের বাতাস ভারী,
মানুষ পোড়া পেট্রোলে।
এ বসন্তের রাস্তা ফাঁকা,
রাত কি দিনে আগুন জলে।
এ বসন্তে এক মা ক্রন্দনে,
অপেক্ষায় থাকে দীর্ঘ প্রহর।
বাস পুড়ছে অহরহ,
ছেলে কখন ফিরবে ঘর?
এ বসন্তে এক বেকার যুবক,
নিকোটিন হাতে চিন্তার ভাজ।
সস্তার তামাকে উড়ছে ভালবাসা,
ফিরছে খুঁজে আয়ের কাজ।
এ বসন্ত এক লেখক হারিয়ে,
শোকে কাতর বই মেলার প্রান্তর।
এ বসন্তে কোকিল ডাকে না,
পুড়ে ছারখার আমার অন্তর।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
ইঞ্জিনিয়ার সজীব ইমাম ১৬/০২/২০১৫দারুন লিখেছেন। চালিয়ে যান।
-
অ ১৩/০২/২০১৫সুন্দর ।
বাসন্তি শুভেচ্ছা রইল । -
সবুজ আহমেদ কক্স ১৩/০২/২০১৫chobi ta add korlen kori ???
-
সবুজ আহমেদ কক্স ১৩/০২/২০১৫khub valo @@@
-
ফিরোজ মানিক ১২/০২/২০১৫এ বসন্তে ককিলের গানে ভেসে বেড়াবে বেদনার সুর, কেঁদে কেঁদে বলবে রাস্তা ঘাটে পুরছে মানুষ, জলছে মানুষ।!?
-
জহির রহমান ১২/০২/২০১৫তবুও বসন্ত আসে নিজ গতিতে... নিজ রূপে...!