এ তুমি কেমন তুমি
তুমি এসেছিলে, কলম ছেড়েছিলাম।
তুমি চলে গেলে- তাই আবার ধরলাম।
আমি শুধু তোমায় চেয়েছিলাম,
আর তুমি, আমায় করলে নিলাম।
অসময়ে নাকি ছায়াও সরে যায়,
তাই কি তুমিও গিয়েছ সরে ?
মরছি বিষে, নিরুদ্দেশে-
শুধু কলম রেখেছে ধরে।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
মিজান রহমান ০২/০২/২০১৫আহারে...!
-
পিয়ালী দত্ত ৩০/০১/২০১৫ভাল
-
আতিক রহমান ৩০/০১/২০১৫অনেকদিন পর লিখলাম। সকলের উৎসাহের জন্য আমি কৃতজ্ঞ। ভালো থাকবেন সবাই।
-
সবুজ আহমেদ কক্স ৩০/০১/২০১৫sonder laglo kobi
-
হাসান ইমতি ৩০/০১/২০১৫বেশ ...
-
রক্তিম ৩০/০১/২০১৫বেশ আপনার কবিতা । ভালো থাকবেন ।
-
সুব্রত দাশ আপন ৩০/০১/২০১৫কবিতাটি ছোট হলেও বেশ ভালই।
-
সবুজ আহমেদ কক্স ৩০/০১/২০১৫কবি আতিক রহমান ভালো লাগলো............।শুভেচ্ছা...রইল......
-
হাসান কামরুল ৩০/০১/২০১৫বেশ লিখেছেন।
-
শ্রাবনের মেঘ ২৯/০১/২০১৫থাকনা কিছুটা সময় তুমি ছাড়া,
বেশ তো আছি,ভাল আছি,
কলমের কালিতে তোমাকে মনে করে। -
ফিরোজ মানিক ২৯/০১/২০১৫কলমটা ধরেই রাখেন, নইলে এমন লেখা পাবো কি করে।