রাজনৈতিক ভালোবাসা
তোমার চোখে সবসময়ই কি আমি বিরোধী দল ?
রাতারাতি ভালোবাসার আইন করছো বদল।
মনের ঘরের সিদ্ধ নিয়মে আনছো কেন ভাঙ্গন ?
তোমার মনের সংবিধানে কেন হয়না সংশোধন ?
সব ক্ষেত্রেই বেশি তোমার ক্ষমতার ব্যবহার,
ডাকিনি হরতাল, যদিও মন ভেঙ্গেছো হাজার বার।
গণতান্ত্রিক ভালবাসায় কেন করছো স্বৈরশাসন ?
ভালোবাসার সংসদে আমারও আছে আসন।
ক্ষমতার লোভে নিজের হাতে গড়েছো সংবিধান,
গুটিয়ে নিলাম নিজেকে, ছেড়ে দিলাম স্থান।
তবুও তুমি দাওনি ফোন, ফেরাওনি আমার মন।
হাসি মুখে করছো তাই একক নির্বাচন।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
আহমাদ সাজিদ ২৭/১০/২০১৩সুন্দর, অসম্ভব ভাল লাগার মত। ধন্যবাদ
-
সাখাওয়াতুল আলম চৌধুরী. ২৭/১০/২০১৩চমৎকার গনতান্ত্রিক ভালবাসা র কবিতা।
-
জহির রহমান ২৭/১০/২০১৩আতিক ভাই! এইটা কি লিখলেন!!! সেরকম হইছে। গণতান্ত্রিক ভালোবাসা।