চাই অবসান
অবশেষে তাই হল,
যা হবার কথা ছিল।
হৃদয় মাঠ ফেটে চৌচির,
অনেক সম্ভাবনার জমিন আজ,
অনাবাদীই রয়ে গেল।
অনাবৃষ্টি আর অবহেলায়,
ধুকে ধুকে যে জীবন তপ্ত মরু-
কারো পায়ের ধূলি পড়েনা সেথায়,
কোন ঘাস নেই তাতে, নেই কোন তরু।
আশার প্রদীপ নিভে গেছে,
নিঃশ্বাস ও থেমে গেছে প্রায়-
সম্ভাবনার জমিন আজ কষ্টে কষ্টে ম্লান।
চাইনা আর এই মরু জীবন,
চাই অবসান।
যা হবার কথা ছিল।
হৃদয় মাঠ ফেটে চৌচির,
অনেক সম্ভাবনার জমিন আজ,
অনাবাদীই রয়ে গেল।
অনাবৃষ্টি আর অবহেলায়,
ধুকে ধুকে যে জীবন তপ্ত মরু-
কারো পায়ের ধূলি পড়েনা সেথায়,
কোন ঘাস নেই তাতে, নেই কোন তরু।
আশার প্রদীপ নিভে গেছে,
নিঃশ্বাস ও থেমে গেছে প্রায়-
সম্ভাবনার জমিন আজ কষ্টে কষ্টে ম্লান।
চাইনা আর এই মরু জীবন,
চাই অবসান।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
Valo thakben