www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

আজ তুমি কত দূরে

আজ তুমি কত দূরে,
-সেই দিন গুলির কথা কি তোমার মনে পরে!
হালকা কুয়াশায় ঢাকা সকাল
-অতো ঠান্ডা নেই তবুও তুমি কাপছো ভেজা চুলে,
গুটি-সুটি হয়ে থাকা আমার দেহ থেকে
কম্বল টেনে ফেললে,
আমি গরম ভাপা পিঠের মত তপ্ত চোখে তাকাচ্ছি
তুমি হাসছো গাল ফুলে।
ক্ষাণিক বাদে ভাপা পিঠেই চরছে এসে মুখে।
কাল তোমার পেট খারাপ ছিল,এ্যামনে খাবেনা,
এই বলে তুমি দিচ্ছ আমায় শুকে:
নানিরা আসছে ,লজ্জা নেই তোমার- ছারো!
সেই চেনা চোখে হাসছো তুমি!
মুগ্ধের মত তর্জনি দিয়ে পাশের পিরেটি দেখিয়ে বলছো এইখানে যেয়ে বসো,
সেই ইশারায় শিশিরো নড়ে যায়,
আমি নড়ি না ,বিমুগ্ধমোহে তাকিয়েই থাকি
হাতের পিঠেটি এক বার নেড়ে ,আবার তুমি হাসো।
আজকে যাবে দোলা ?
হ্যা যাবো আগে ওই খানে যেয়ে‌ বসো,
দোলার পাখিটি উরে যাবে সেই লাল সূ্র্যের‌দিকে ,
ওদিকে তাকিয়ে দু'ফোঁটা অশ্রু ফেলবে তুমি ঢেকে,
চোখের পাশের ছোট কালো তিল তখনো তোমার ভেজা,
জোর করে বুকে জড়াতে পারিনা ,
যদি বিচলিত হয়ে পরি!
এ গভির প্রেম গড়া-গড়ি খায় গাছের আড়ালে এসে,
কোনও বাধা -যেনো মানে নাকো আড়
যায় লজ্জার বাধ ছিরি,
অমনি করে যাবার বেলায় আমার দিকে
থেকোনা চেয়ে।
আমি মরে -শরে পুড়ে চাই হয়ে যাব--
পাগলি তোমার মুখটি কোথায় লুকিয়ে রাখি
তেমনি করেকি আর কোনও দিন আমায়
করবে মনে!
হ্যা হ্যা করবে,তুমি করবেই,আরো কত কি ভাবতে থাকি,
পাগলি আজ তুমি কত দূরে-
তেমোনি করে যে আবার কবে ?
তোমায় কাছে পাবো!
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৭৭২ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ২১/১২/২০১৭

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast