আমার প্রিয় বাংলদেশ
আমি ভালোবাসি আমার
বাংলাদেশ।
আমি ভালোবাসি আমার বাংলার
গাছগাছালি, ভালোবাসি
বাংলার পাখপাখালি।
আমি ভালোবাসি বাংলার সবুজ
মাঠ।
ভালোবাসি বাংলার ধান ক্ষেত
ক্ষেতের ভিতর
দিয়ে বয়ে চলা মেঠো পথ।
আমি ভালোবাসি বাংলার
প্রতিটি নদী যা চিকন সুতার মত
এঁকেবেঁকে চলে।
আমি ভালোবাসি বাংলার আকাশ
আমি ভালোবাসি বাংলার বাতাস।
আমি ভালোবাসি বাংলা মায়ের মুখ
যেখানে খুজে পাই অজস্র সুখ।
বাংলাদেশ।
আমি ভালোবাসি আমার বাংলার
গাছগাছালি, ভালোবাসি
বাংলার পাখপাখালি।
আমি ভালোবাসি বাংলার সবুজ
মাঠ।
ভালোবাসি বাংলার ধান ক্ষেত
ক্ষেতের ভিতর
দিয়ে বয়ে চলা মেঠো পথ।
আমি ভালোবাসি বাংলার
প্রতিটি নদী যা চিকন সুতার মত
এঁকেবেঁকে চলে।
আমি ভালোবাসি বাংলার আকাশ
আমি ভালোবাসি বাংলার বাতাস।
আমি ভালোবাসি বাংলা মায়ের মুখ
যেখানে খুজে পাই অজস্র সুখ।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
ইমরান কবির রুপম ০৮/০৯/২০১৫শুভকামনা রইল
-
সূর্য মুহাম্মাদ জান ৩১/০৮/২০১৫@HAPPY
-
রইস উদ্দিন খান আকাশ ৩০/০৮/২০১৫রূপসী বাংলা
-
দ্বীপ সরকার ৩০/০৮/২০১৫ভালো লিখেছেন।