www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

খুনসুটি

যে চোখে তাকায়নি
কখনো,
সে চোখে তাকিয়েছি আজ।

হ্দয় ভরে দেখেছি তোমায়
পুলকে
ছিলো অপরুপ সাঁজ।

তুমিও কেন জানি তাকিয়েছিলে
অপলক আঁখিতে,
আমি কিন্তু সত্যি
পেয়েছিলাম লাজ।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৭৯৬ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ০৩/০৯/২০১৫

মন্তব্যসমূহ

 
Quantcast