এখান থেকেই
এখান থেকেই রাত জাগাদের মিছিলে পা ফেলা
এখান থেকেই প্রান রাঙানো রঙেতে রঙ মেলা ।
এখান থেকেই গাইব সবাই স্বপ্ন কুঁড়ির গান
সেগান শুনে তন্দ্রা ভেঙে জাগবে নতুন প্রাণ । ।
এখান থেকেই হাসনুহানা ছড়িয়ে দেবে সুবাস
ঠিক হারাবে ঠিক হারবেই বারুদ বিষের বাতাস ।
এখান থেকেই পথ গিয়েছে সব পেয়েছির দেশে
এখান থেকেই আঁধার মুক্তি ভয় করি আর কি'সে ?
এখান থেকেই শ্বেত-কপোতের পাখনা মেলে ধরা
এখান থেকেই নতুন করে নতুন রূপে গড়া ।
এখান থেকেই গাইব সবাই স্বপ্ন কুঁড়ির গান
সেগান শুনে তন্দ্রা ভেঙে জাগবে নতুন প্রাণ । ।
এখান থেকেই প্রান রাঙানো রঙেতে রঙ মেলা ।
এখান থেকেই গাইব সবাই স্বপ্ন কুঁড়ির গান
সেগান শুনে তন্দ্রা ভেঙে জাগবে নতুন প্রাণ । ।
এখান থেকেই হাসনুহানা ছড়িয়ে দেবে সুবাস
ঠিক হারাবে ঠিক হারবেই বারুদ বিষের বাতাস ।
এখান থেকেই পথ গিয়েছে সব পেয়েছির দেশে
এখান থেকেই আঁধার মুক্তি ভয় করি আর কি'সে ?
এখান থেকেই শ্বেত-কপোতের পাখনা মেলে ধরা
এখান থেকেই নতুন করে নতুন রূপে গড়া ।
এখান থেকেই গাইব সবাই স্বপ্ন কুঁড়ির গান
সেগান শুনে তন্দ্রা ভেঙে জাগবে নতুন প্রাণ । ।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
মোহন দাস (বিষাক্ত কবি) ০৯/০১/২০২০খুব সুন্দর কবি । আপনি শ্রেষ্ঠ । প্রণাম নেবেন ।
-
প্রিয় ২৩/০৭/২০১৬সুন্দর
-
জসিম উদ্দিন জয় ১৮/০৭/২০১৬সুন্দর লিখেছেন । কবিতাটি পড়ে খুব ভালো লাগলো ।
-
সৈয়দ আলি আকবর, ২৮/০২/২০১৬সুন্দর কবিতা
-
জে এস সাব্বির ০৮/০৬/২০১৫ভালো লাগল ।
-
সাইদুর রহমান ০৫/০৫/২০১৫খুব সুন্দর কাব্য।
-
নাজমুল আহসান ২৯/০৪/২০১৫নবপ্রানের উচ্ছ্বস