www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

এখান থেকেই

এখান থেকেই রাত জাগাদের মিছিলে পা ফেলা
এখান থেকেই প্রান রাঙানো রঙেতে রঙ মেলা ।
এখান থেকেই গাইব সবাই স্বপ্ন কুঁড়ির গান
সেগান শুনে তন্দ্রা ভেঙে জাগবে নতুন প্রাণ । ।

এখান থেকেই হাসনুহানা ছড়িয়ে দেবে সুবাস
ঠিক হারাবে ঠিক হারবেই বারুদ বিষের বাতাস ।
এখান থেকেই পথ গিয়েছে সব পেয়েছির দেশে
এখান থেকেই আঁধার মুক্তি ভয় করি আর কি'সে ?

এখান থেকেই শ্বেত-কপোতের পাখনা মেলে ধরা
এখান থেকেই নতুন করে নতুন রূপে গড়া ।
এখান থেকেই গাইব সবাই স্বপ্ন কুঁড়ির গান
সেগান শুনে তন্দ্রা ভেঙে জাগবে নতুন প্রাণ । ।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ১৯০৯ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ২৯/০৪/২০১৫

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast