নতুন সকাল ২
যে ছিল দাঁড়িয়ে স্বপ্ন হারিয়ে সে পেল প্রাণ তোমার ছোঁওয়ায়
লাগে যে দোল পত্রে পুস্পে তোমার দেওয়া পুবের হাওয়ায়।
আমার আকাশে স্বর্ণছটা তোমার আগুন জড়ো করে
গান জেগে ওঠে প্রান্তরের গুন গুন স্বর অন্তরে
নতুন সকাল সমুখে আজ ধূসর মাটি পিছিয়ে যায় ।
হারানো সুরে বাঁশি যে বাজে কৃষ্ণচূড়ায় আগুন ছড়ায়
আকাশ ফুলের গন্ধ ভাসে আমার ছোট্ট আঙ্গিনায়
নতুন সকাল সমুখে আজ ধূসর মাটি পিছিয়ে যায়।
লাগে যে দোল পত্রে পুস্পে তোমার দেওয়া পুবের হাওয়ায়।
আমার আকাশে স্বর্ণছটা তোমার আগুন জড়ো করে
গান জেগে ওঠে প্রান্তরের গুন গুন স্বর অন্তরে
নতুন সকাল সমুখে আজ ধূসর মাটি পিছিয়ে যায় ।
হারানো সুরে বাঁশি যে বাজে কৃষ্ণচূড়ায় আগুন ছড়ায়
আকাশ ফুলের গন্ধ ভাসে আমার ছোট্ট আঙ্গিনায়
নতুন সকাল সমুখে আজ ধূসর মাটি পিছিয়ে যায়।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
জে এস সাব্বির ০৮/০৬/২০১৫অনেক ভালো লাগল । লিখে যান কলম থামাবেন না ।
-
অবুঝ ব্লগার ০১/০৫/২০১৫অসাধারন
-
অ ২৯/০৪/২০১৫নান্দনিক ।
-
সহিদুল ইসলাম ২৯/০৪/২০১৫ভাল লাগলো.....
-
আব্দুল মান্নান মল্লিক ২৮/০৪/২০১৫খুব ভাল কবিতা, পড়তেও খুব ভাল লাগলো কবি
-
নাজমুল আহসান ২৮/০৪/২০১৫সুন্দর
-
সবুজ আহমেদ কক্স ২৮/০৪/২০১৫মুগ্ধকর লিখা
,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,
আপনাকে প্রিয়তে রাখলাম কবি -
তরীকুল ইসলাম সৈকত ২৮/০৪/২০১৫ভাল লাগলো।