www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

ক্যানভাস

কেন দু'চোখ থেকেও আলোর মাঝে অন্ধ হয়ে থাকব?
কেন হতাশ হয়ে বারে বারে পিছন দিকে হাঁটব ।
জীবন জুড়ে আঁধার করে কারা যে পথ আগলে রাখে
সূর্যের সবটুকু তাপ পাইনা কেন ছোট্ট বুকে
আর কতকাল গোলক ধাধায় রাস্তা খুঁজে মরব ।
পাষাণ জাগে যার পরশে সেই দিয়েছে হাত বাড়িয়ে
সামনে বাধা সব সরিয়ে পায়ে পায়ে যাই এগিয়ে
শেষে, অধিকারের স্বপ্ন গুলো রং তুলিতে আঁকব ।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ১৭৫০ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ২৭/০৪/২০১৫

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast