ভালো আছি ভালো থেকো
একদিন সকালে তোমায় দেখেছি, খেলছিলে
সবুজ ঘাসে ঘাসে আর রঙিন ফুলে ফুলে
রোদ্দুর আসি আসি করে তখনো আসেনি
প্রজাপতিরা নানারঙের পাখা দিল মেলে
তোমার ডাকে, ঠিক তখনি
রবির কিরণ ছুঁয়ে গেল আগুনের পরশমনি
ভোরের শিশিরে মিশে ছিল আলতো নরম আদর
আদি মন্ত্রচারণ গুরু গুরু আর গম্ভীর
কাছে গিয়ে – যদি তোমার হাত ধরি, লোভ হয়েছিল
তোমার গানের সুরে সুরে গলা মেলাব ইচ্ছা জেগেছিল
উপেক্ষ্যা করে যদি দুরে সরিয়ে দাও
পিছিয়ে গেছি বার বার সাহস ছিলনা ছিল ভয়
একদিন একদিন করে প্রতিদিন সেখানে যেতাম
দূর থেকে দেখে ভাল লাগত,আবার ভাবতাম
হয়তো তুমি ডেকে নেবে কাছে, সব পেয়েছির আসরে
গানে গল্পে হাসিতে তখন তুমি পাগলা ঝোরা...
ডাকবে কেন আমায়? অভিমানে মন মেঘলা দিন
কখন যে একটু একটু করে ভালোলাগা
ভালবাসা হয়েছে বুঝতেই পারিনি
সেই ভালবাসার কাছে দিব্যি করে ফেললাম...
আমাকে ডেকে নিতেই হবে, তোমার ওই আনন্দগানে
অবশেষে একদিন, সেই প্রতীক্ষা শেষ হল
হাত বাড়িয়ে তোমার রাজ্যে ডেকে নিলে
তারপর, গল্পে গানে একে একে পরিচয়
এখন তোমায় ছাড়া সকাল ভাবতেই পারিনা
রাত ফুরালেই ছুটে ছুটে যাই ঘুম ঘুম চোখে
কাছে গেলেই একরাশ আলোর হাসি হেসে বল
কেমন আছ? ভালোতো ?
রোদ ঝড় বৃষ্টিতে তুমি ও পথ চেয়ে থাকো
বুঝতে পারি মন কেমন করে
দেরী হলেও ছুটে যাই বলি-
ভালো আছি ভালো থেকো...
সবুজ ঘাসে ঘাসে আর রঙিন ফুলে ফুলে
রোদ্দুর আসি আসি করে তখনো আসেনি
প্রজাপতিরা নানারঙের পাখা দিল মেলে
তোমার ডাকে, ঠিক তখনি
রবির কিরণ ছুঁয়ে গেল আগুনের পরশমনি
ভোরের শিশিরে মিশে ছিল আলতো নরম আদর
আদি মন্ত্রচারণ গুরু গুরু আর গম্ভীর
কাছে গিয়ে – যদি তোমার হাত ধরি, লোভ হয়েছিল
তোমার গানের সুরে সুরে গলা মেলাব ইচ্ছা জেগেছিল
উপেক্ষ্যা করে যদি দুরে সরিয়ে দাও
পিছিয়ে গেছি বার বার সাহস ছিলনা ছিল ভয়
একদিন একদিন করে প্রতিদিন সেখানে যেতাম
দূর থেকে দেখে ভাল লাগত,আবার ভাবতাম
হয়তো তুমি ডেকে নেবে কাছে, সব পেয়েছির আসরে
গানে গল্পে হাসিতে তখন তুমি পাগলা ঝোরা...
ডাকবে কেন আমায়? অভিমানে মন মেঘলা দিন
কখন যে একটু একটু করে ভালোলাগা
ভালবাসা হয়েছে বুঝতেই পারিনি
সেই ভালবাসার কাছে দিব্যি করে ফেললাম...
আমাকে ডেকে নিতেই হবে, তোমার ওই আনন্দগানে
অবশেষে একদিন, সেই প্রতীক্ষা শেষ হল
হাত বাড়িয়ে তোমার রাজ্যে ডেকে নিলে
তারপর, গল্পে গানে একে একে পরিচয়
এখন তোমায় ছাড়া সকাল ভাবতেই পারিনা
রাত ফুরালেই ছুটে ছুটে যাই ঘুম ঘুম চোখে
কাছে গেলেই একরাশ আলোর হাসি হেসে বল
কেমন আছ? ভালোতো ?
রোদ ঝড় বৃষ্টিতে তুমি ও পথ চেয়ে থাকো
বুঝতে পারি মন কেমন করে
দেরী হলেও ছুটে যাই বলি-
ভালো আছি ভালো থেকো...
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
সুব্রত সামন্ত (বুবাই) ০৪/০৬/২০১৫ভালো লাগল।
-
চিরন্তন ২৫/০৪/২০১৫বাঃ।। আপনাকে শ'য়ে 'ক' দিলাম ।। 😊
-
সুজয় আচার্য্য ২৫/০৪/২০১৫বেশ সুন্দর, আসলে কবিরা আবেগতাড়িত।
-
আব্দুল মান্নান মল্লিক ২৫/০৪/২০১৫বা কবি, আপনার কবিতা পড়ে খুব আনন্দ পেলাম।
-
শাহাদাত হোসেন রাতুল ২৪/০৪/২০১৫লিখেছেন কবিতায় আনমনে কিছু কথা
ভালো লেগেছে প্রতিটা লাইনের উষ্ণতা
এগিয়ে যান লিখে যান নিজ আপন উদ্দমে
চাইলে যান কবির লেখার ভালবাসার উষ্ণতা
কবিকে শুভ কামনা -
নাজমুল আহসান ২৩/০৪/২০১৫চমৎকার
-
অবুঝ ব্লগার ২৩/০৪/২০১৫অসাধারন
-
মোঃওবায় দুল হক ২৩/০৪/২০১৫চমৎকার