www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

কিছু কথা

কিছু কথা সত্যি হলেও না বলাটাই ভালো
কিছু কথা সত্যি হলে বলে ফেলাই ভালো
কিছু কথা আঁধার পথে ভীষন রকম আলো
কিছু কথা বাড়ায় ব্যথা আকাশ যেন কালো
কিছু কথা আপন মনে নদী যেমন যায় চলে
কিছু কথা আঁধার রাতে জোনাক হয়ে জ্বলে
কিছু কথা পাখীর ঠোটে মনকে উদাস করে
কিছু কথা ঘাসের বুকে মুক্তো হয়ে ঝরে
কিছু কথা সিগারেটে হৃদয় পুড়ে হচ্ছে ছাই
কিছু কথা মাকড়সা ফাঁদ শিকার পানে ধায়
কিছু কথা মেঘবালিকার নূপুর গেছে খোয়া
কিছু কথা বৃষ্টিধারায় সবুজ পাতা ধোওয়া
কিছু কথা কুন্তি মাতার হয়নি আজো বলা
কিছু কথা ফাগুন হাওয়ায় ঢোলকলমির দোলা
কিছু কথা নিঃশব্দে ভাঙছে নদীর উঁচু পাড়
কিছু কথা কাল নাগের নীল ছোবলে মরন হল যার
কিছু কথা শহর জুড়ে ছড়িয়ে থাকা আস্তাকুঁড়
কিছু কথা ঘুঘু ডাকা আলসে এক হলুদ দুপুর
কিছু কথা গোমড়া মুখে চলকে ওঠা হাসি
কিছু কথা থামতে চায় না ঝরছে রাশি রাশি
কিছু কথা সেতার বাজে ঝন ঝন ঝনত্কার
কিছু কথা সবার মুখে হয়না কেন চমত্কার ?

****************************
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ১৮১৩ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ২২/০৪/২০১৫

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • মোবারক হোসেন ১১/০৬/২০১৫
    কথায় কমলো মনের ব্যাথা। ধন্যবাদ।
  • নাজমুল আহসান ২৩/০৪/২০১৫
    ভাল
  • অনেক অনেক ধন্যবাদ, অবশ্যই, সর্বদাই একই সঙ্গে আমরা মিলেমিশে থাকব।
  • আপনার কবিতা পড়তে খুবই ভাল লাগলো। আশা করব আরও সুন্দর সুন্দর কবিতা লিখবেন। ভাল থাকবেন।
    • রক্তিম ২৩/০৪/২০১৫
      সুপ্রভাত । আমি চেষ্টা করব। সুন্দর মন্তব্যের জন্য আবার ধন্যবাদ জানাই।
  • ভাল লিখেছেন। চালিয়ে যান।
  • আহমাদ মাগফুর ২২/০৪/২০১৫
    কিছু কথা সত্যি হলে বলে ফেলাই ভাল!
    লেখাটা সত্যিই ভাল!
 
Quantcast