অভিমান
সবার সাথে বললে কথা আমার সাথে বললে না
সবার দিকে চাইলে তুমি আমার দিকে চাইলে না
কি যে আমার অপরাধ,
আমার কিছু বলার ছিল একটু তুমি শুনলে না ।
উত্সবের এক রাত ছিল আকাশ ভরা তারা ছিল
ফাগুন ফুলের আগুন ছিল জোনাক জ্বলা রাত ছিল
কেমন করে যাব যে সেই উত্সবে
দূর থেকে তাই দেখি, কাছে যাওয়া আর হলনা ।
রাত ফুরিয়ে প্রভাত হল পান পেয়ালা শুন্য হল
নিশীথ মালা বাসি হল, যে যার ঘরে ফিরে গেল
আমি শুধু রয়ে গেলাম কি জানি কি ভেবে
কান্না ধোওয়া সে গান আমার শোনা হলনা ।
সবার দিকে চাইলে তুমি আমার দিকে চাইলে না
কি যে আমার অপরাধ,
আমার কিছু বলার ছিল একটু তুমি শুনলে না ।
উত্সবের এক রাত ছিল আকাশ ভরা তারা ছিল
ফাগুন ফুলের আগুন ছিল জোনাক জ্বলা রাত ছিল
কেমন করে যাব যে সেই উত্সবে
দূর থেকে তাই দেখি, কাছে যাওয়া আর হলনা ।
রাত ফুরিয়ে প্রভাত হল পান পেয়ালা শুন্য হল
নিশীথ মালা বাসি হল, যে যার ঘরে ফিরে গেল
আমি শুধু রয়ে গেলাম কি জানি কি ভেবে
কান্না ধোওয়া সে গান আমার শোনা হলনা ।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
মোবারক হোসেন ১১/০৬/২০১৫সব আছে অথচ কিছুই আমার নয়,জীবন ভরপুর কিন্তু পূর্নতা নয়,এই তো অভিমান! সুন্দর।
-
রইস উদ্দিন খান আকাশ ২০/০৪/২০১৫বেশ ভালো লাগলো
-
সৈয়দ আলি আকবর, ১৯/০৪/২০১৫কুবই সুন্দর
-
স্বাধীন আমিনুল ইসলাম ১৯/০৪/২০১৫অনন্য সুন্দর কবিতা,খুব ভাল লেগেছে।
-
শাহাদাত হোসেন রাতুল ১৮/০৪/২০১৫অসাধারণ......
-
সাইদুর রহমান ১৮/০৪/২০১৫মুগ্ধতা রেখে গেলাম।
-
আনন্দ মোহন বিশ্বাস ১৮/০৪/২০১৫অভিমান কখনো খুব মধুর হয় । ভাল লাগল কবি
-
মল্লিকা রায় ১৮/০৪/২০১৫চমৎকার.বেশ ভালো লাগলো।
-
ইকবাল হাসান ১৭/০৪/২০১৫সুন্দর...।
-
আবিদ আল আহসান ১৭/০৪/২০১৫সুন্দর
-
শাহাদাত হোসেন রাতুল ১৭/০৪/২০১৫ভাল লাগার লেখা...।।