www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

সে আমার

আজ ছিল সেইদিন
যেদিন, তোমার আমার প্রথম দেখা
অনন্ত যুগ অনন্ত কাল শেষে অনেক অনেক
সময়ের অপেক্ষার অবসান করে এল সেইদিন
সময়ের কাছে দাবী করে কেউ কি কিছু লিখেছিল?
বা এখনো তার দিনলিপিতে লিখে রাখছে কিনা জানিনা
সত্যি কথা বলতে কি আমি ভাবিনি এইরকম ভাবে
হুরমুরিয়ে এই দিনটা এসে কড়া নাড়বে মনের দরজায়
তাহলে অন্তত একটু সাজিয়ে গুছিয়ে রাখা যেত
আমার ঘর আমার আঙিনা আমার সাধের বকুলতলা ।

প্রচন্ড গুমোট গরম ছিল আর ছিল কাঠ ফাটা রোদ্দুর
হটাত কোথা থেকে একপশলা বৃষ্টি ঝরে পড়ল
বৃষ্টি এসে ভিজিয়ে দিল ঝিরি ঝিরি সজনে গাছের পাতা
শুনিয়ে দিল সুদুর নীল পাহাড়ের অব্যক্ত বিরহের গান
বৃষ্টি এসে আমায় ছুঁয়ে ফিসফিসিয়ে কানে কানে বলেছিল
এইতো আমি এসেছি তোমার কাছে থাকব বলে
বলতে না বলতে কয়েক ফোঁটা বৃষ্টি দুচোখের পাতায়
বন্ধ হল আমার দুচোখ তোমায় আমার দেখা হলনা ।

আমি বললাম তোমাকে দেখতে পাছিনা কেন?
তুমি বললে নাইবা দেখতে পেলে অনুভবে পরখ করো
বললাম তোমায় দুচোখ ভরে শুধু একবার দেখতে চাই
তুমি নাকি সজল শ্যামল সুন্দর, তুমি নাকি ভীষন ভয়ঙ্কর
সেতারের ঝঙ্কারে বলে উঠলে
এই যে আমি এসেছি মেঘের বরন ওড়না উড়িয়ে
মাঝ সমুদ্রুরের পথভোলা যত বাউল বাতাস নিয়ে
সদ্য ফোটা জুই মালতি আর কদম ফুলের মিষ্টি সুবাস মেখে
ভিজে মাটির বুকে আপন ছন্দে আল্পনা আঁকতে আঁকতে
একেবারে তোমার কাছে ...খুব কাছে... আরো কাছে... ।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ১৬৫৩ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ১৬/০৪/২০১৫

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • সাইদুর রহমান ১৬/০৪/২০১৫
    বেশ সুন্দর।
    শুভ কামনা।
  • অনিরুদ্ধ বুলবুল ১৬/০৪/২০১৫
    বেশ সুন্দর বর্ণনাঘন আবেগীয় প্রেমের লেখনী।
    ভাল লাগল কবি। শুভেচ্ছা নিন।
  • জাহিদুর রহমান ১৬/০৪/২০১৫
    ভাল লিখেছেন ।
  • সবুজ আহমেদ কক্স ১৬/০৪/২০১৫
    মুগ্ধকর লিখা
 
Quantcast