www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

অপরাজিতা

সন্ধ্যে হল সন্ধ্যে হল মেয়েটা ফেরেনি ঘরে
আছি বড় চিন্তায়
ঝি ঝি ডাকা কান্নায়, সাঁঝ ফুরিয়ে রাত্রী ঘনায়
এখন মেয়েটি ফেরেনি ঘরে ।

কতবার বলেছি ‘কি হবে তোর অত লেখা পড়ায়’
ততবার সে বলে ‘অন্ধকারে আমি আলো হতে চাই’
ওই বুঝি সে এলো ঘরে কড়া নাড়ে কে দরজায় ?
এখন মেয়েটি ফেরেনি ঘরে ।

গভীর হয়েছে রাত সে ছাড়া পাড়ায় ফিরেছে সবাই
একি হলো হায় গরম ভাতের থালা এমনি জুড়িয়ে যায়
আলোর মেয়েকে গিলেছে আঁধার বুক কাঁপে তারই শংকায়
এখন মেয়েটি ফেরেনি ঘরে ।

শুনশান রাস্তায় অজানা ভয় জেগে আছি তোর্ অপেক্ষায়
মুঠোফোন তোর্ বার বার শুধু বলে অস্তিত্ব নাই সে নাই
রাত জাগা পাখী ডেকে ফেরে আগুন এখন আমার ঘরে
এখন মেয়েটি ফেরেনি ঘরে ।

রাত জেগে আছি আয় মেয়ে আয় ঘরে ফিরে আয়
আশার আলো সব শেষ করে পুবের আকাশ ফর্সা হ্য়
টুকরো টুকরো হয়ে সেই মেয়েটা ফিরেছে আপন ঘরে
অপরাজিতায় অপরাজেয় দিনের প্রথম আলোয় ।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ১৪৯৫ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ১০/০৪/২০১৫

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • সুন্দর খুব ভাল লাগলো বন্ধু।
  • জাহিদুর রহমান ১৬/০৪/২০১৫
    Onak valo likcen..
    Alor may adarea haralo...
    Protita lineee onak sundor
  • অনিরুদ্ধ বুলবুল ১৩/০৪/২০১৫
    অপরাজিতাদের জন্য কবির ভাবনা আর ভালবাসা - সুন্দর কবিতা হয়েছে। মুগ্ধতা রেখে গেলাম প্রিয়কবি।
  • পরিতোষ ভৌমিক ১২/০৪/২০১৫
    নারী তুমি অর্ধেক আকাশ। নারীর সাফল্যের দুনিয়া আজ এগিয়েছে অনেক দূর। তবু পদে পদে ছোট ছোট নিষেধের বেড়াজালও কম নয়। বিংশ শতাব্দীর দোরে দাঁড়িয়ে আজও কোথাও যেন নারীরা লাঞ্ছিত, ব্রাত্য হয়ে চলেছে প্রতিনিয়ত। লেখায় দারুন এক বার্তা বহন করে চলছে । বেশ ভাল লাগল। অনেক শুভেচ্ছা ।
    • রক্তিম ১৩/০৪/২০১৫
      আমার ভিতর এক প্রেরণা অনুভব করলাম। আপনার মন্তব্যে একাত্ম হলাম।
  • সবুজ আহমেদ কক্স ১২/০৪/২০১৫
    পড়ে মুগ্ধ হলেম কবি
  • ভাল লাগল..
  • অপরাজিতাদের জন্য দিনের আলো আসতে থাকবে । মেয়েটা ফিরুক আর না ফিরুক মেয়ে দের আটকে রাখার দিন শেষ । ভাল লাগল অনেক !
 
Quantcast