অপরাজিতা
সন্ধ্যে হল সন্ধ্যে হল মেয়েটা ফেরেনি ঘরে
আছি বড় চিন্তায়
ঝি ঝি ডাকা কান্নায়, সাঁঝ ফুরিয়ে রাত্রী ঘনায়
এখন মেয়েটি ফেরেনি ঘরে ।
কতবার বলেছি ‘কি হবে তোর অত লেখা পড়ায়’
ততবার সে বলে ‘অন্ধকারে আমি আলো হতে চাই’
ওই বুঝি সে এলো ঘরে কড়া নাড়ে কে দরজায় ?
এখন মেয়েটি ফেরেনি ঘরে ।
গভীর হয়েছে রাত সে ছাড়া পাড়ায় ফিরেছে সবাই
একি হলো হায় গরম ভাতের থালা এমনি জুড়িয়ে যায়
আলোর মেয়েকে গিলেছে আঁধার বুক কাঁপে তারই শংকায়
এখন মেয়েটি ফেরেনি ঘরে ।
শুনশান রাস্তায় অজানা ভয় জেগে আছি তোর্ অপেক্ষায়
মুঠোফোন তোর্ বার বার শুধু বলে অস্তিত্ব নাই সে নাই
রাত জাগা পাখী ডেকে ফেরে আগুন এখন আমার ঘরে
এখন মেয়েটি ফেরেনি ঘরে ।
রাত জেগে আছি আয় মেয়ে আয় ঘরে ফিরে আয়
আশার আলো সব শেষ করে পুবের আকাশ ফর্সা হ্য়
টুকরো টুকরো হয়ে সেই মেয়েটা ফিরেছে আপন ঘরে
অপরাজিতায় অপরাজেয় দিনের প্রথম আলোয় ।
আছি বড় চিন্তায়
ঝি ঝি ডাকা কান্নায়, সাঁঝ ফুরিয়ে রাত্রী ঘনায়
এখন মেয়েটি ফেরেনি ঘরে ।
কতবার বলেছি ‘কি হবে তোর অত লেখা পড়ায়’
ততবার সে বলে ‘অন্ধকারে আমি আলো হতে চাই’
ওই বুঝি সে এলো ঘরে কড়া নাড়ে কে দরজায় ?
এখন মেয়েটি ফেরেনি ঘরে ।
গভীর হয়েছে রাত সে ছাড়া পাড়ায় ফিরেছে সবাই
একি হলো হায় গরম ভাতের থালা এমনি জুড়িয়ে যায়
আলোর মেয়েকে গিলেছে আঁধার বুক কাঁপে তারই শংকায়
এখন মেয়েটি ফেরেনি ঘরে ।
শুনশান রাস্তায় অজানা ভয় জেগে আছি তোর্ অপেক্ষায়
মুঠোফোন তোর্ বার বার শুধু বলে অস্তিত্ব নাই সে নাই
রাত জাগা পাখী ডেকে ফেরে আগুন এখন আমার ঘরে
এখন মেয়েটি ফেরেনি ঘরে ।
রাত জেগে আছি আয় মেয়ে আয় ঘরে ফিরে আয়
আশার আলো সব শেষ করে পুবের আকাশ ফর্সা হ্য়
টুকরো টুকরো হয়ে সেই মেয়েটা ফিরেছে আপন ঘরে
অপরাজিতায় অপরাজেয় দিনের প্রথম আলোয় ।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
শ্রী সঞ্জয় কুমার মুখোপাধ্যায় ১৬/০৪/২০১৫সুন্দর খুব ভাল লাগলো বন্ধু।
-
জাহিদুর রহমান ১৬/০৪/২০১৫Onak valo likcen..
Alor may adarea haralo...
Protita lineee onak sundor -
অনিরুদ্ধ বুলবুল ১৩/০৪/২০১৫অপরাজিতাদের জন্য কবির ভাবনা আর ভালবাসা - সুন্দর কবিতা হয়েছে। মুগ্ধতা রেখে গেলাম প্রিয়কবি।
-
পরিতোষ ভৌমিক ১২/০৪/২০১৫নারী তুমি অর্ধেক আকাশ। নারীর সাফল্যের দুনিয়া আজ এগিয়েছে অনেক দূর। তবু পদে পদে ছোট ছোট নিষেধের বেড়াজালও কম নয়। বিংশ শতাব্দীর দোরে দাঁড়িয়ে আজও কোথাও যেন নারীরা লাঞ্ছিত, ব্রাত্য হয়ে চলেছে প্রতিনিয়ত। লেখায় দারুন এক বার্তা বহন করে চলছে । বেশ ভাল লাগল। অনেক শুভেচ্ছা ।
-
সবুজ আহমেদ কক্স ১২/০৪/২০১৫পড়ে মুগ্ধ হলেম কবি
-
মোহাম্মদ এনামুল হক ১১/০৪/২০১৫ভাল লাগল..
-
আনন্দ মোহন বিশ্বাস ১০/০৪/২০১৫অপরাজিতাদের জন্য দিনের আলো আসতে থাকবে । মেয়েটা ফিরুক আর না ফিরুক মেয়ে দের আটকে রাখার দিন শেষ । ভাল লাগল অনেক !