পাহাড়ী ঝোরা
পাহাড় দেশে আমার বাড়ি সাচ্চা আমার দিলটা
বাঙলা গানে এমন জাদু কেমন করে মনটা
সেই গানেরই সুরে সুরে কাটে আমার দিনটা
বাঙলা গানে এমন জাদু কেমন করে মনটা ।
এক পাহাড়ে কইলে কথা অন্য পাহাড় শোনে
পাগল পারা ঝরনা ধারা ছোটে সাগর পানে
এই গানেতে খুঁজে পেলাম হারানো সেই দিনটা
বাঙলা গানে এমন জাদু কেমন করে মনটা।
পাহাড় বুকে অনেক ব্যথা সবুজ ঘন গভীর
সাঁঝ – সকালে বন্ধু আকাশ ছড়িয়ে রাখে আবীর
এই গানেতে কুড়িয়ে পেলাম আলো ছায়া দিনটা
বাঙলা গানে এমন জাদু কেমন করে মনটা ।
বাঙলা গানে এমন জাদু কেমন করে মনটা
সেই গানেরই সুরে সুরে কাটে আমার দিনটা
বাঙলা গানে এমন জাদু কেমন করে মনটা ।
এক পাহাড়ে কইলে কথা অন্য পাহাড় শোনে
পাগল পারা ঝরনা ধারা ছোটে সাগর পানে
এই গানেতে খুঁজে পেলাম হারানো সেই দিনটা
বাঙলা গানে এমন জাদু কেমন করে মনটা।
পাহাড় বুকে অনেক ব্যথা সবুজ ঘন গভীর
সাঁঝ – সকালে বন্ধু আকাশ ছড়িয়ে রাখে আবীর
এই গানেতে কুড়িয়ে পেলাম আলো ছায়া দিনটা
বাঙলা গানে এমন জাদু কেমন করে মনটা ।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
অবুঝ ব্লগার ০১/০৫/২০১৫সুন্দর লিখেছেন
-
আব্দুল মান্নান মল্লিক ২৮/০৪/২০১৫খুব সুন্দর, আরও লিখবেন কবি
-
জাহিদুর রহমান ১৬/০৪/২০১৫Nice
-
পিয়ালী দত্ত ০৯/০৪/২০১৫সুন্দর
-
সাইদুর রহমান ০৯/০৪/২০১৫খুব সুন্দর লিখছেন, রক্তিম।
শুভ কামনা। -
বেনামী পত্তনদার ০৯/০৪/২০১৫পাহাড়ে যাওয়ার ইচ্ছাটা প্রবল করে দিলেন, ধন্যবাদ
-
সবুজ আহমেদ কক্স ০৯/০৪/২০১৫মুগ্ধ হলেম পড়ে