বাঁচতে দাও
হতে পারি জগতে আমরা অবলা,তবু জেনো প্রাণ আছে
এই পরিবেশ বাঁচানোর অধিকার আমাদেরই কাছে।
আমারাই ফুল হয়ে ফুটি ডালে ডালে বাতাসেতে দোলায় মাথা
তাই বলে দলে যেওনা পায়ে পায়ে ছিঁড়ে দিওনা নরম পাতা।
দুচোখ ভরে শুধু দেখো আর দেখো আর খুশি হও মনে মনে
আমরাও রেঙে উঠি হেসে উঠি সূর্যের সাত রঙা কিরণে ।
মধু নিতে মৌমাছি জোটে প্রজাপতিরা আসে দলে দলে উড়ে
তাই ফুল থেকে ফল, দেখা হ্য় আবার আগামীর ভোরে ।
বাতাসেতে বিষ যত আমাদের প্রয়োজনে শুষে নিই সব
নির্মল পৃথিবীতে তোমরাও শ্বাস নাও তায় এত কলরব ।
পাখী সব কত আশা বাঁধে বাসা গান গায় সাঁঝ সকালে
দিন কাটে ছায়া মায়াতে রাতভর রুপকথা শিশির জলে ।
সবুজের অভিযানে কালো মেঘ ধেয়ে আসে বৃষ্টি নিয়ে বুকে
শিকড়ের জল বুনে বুনে এ মাটির ভাঙন দিয়েছি রুখে ।
ভালো চাও ভালো রবে চেওনা কখনো শুখা মরুভূমি
নীল আকাশের নিচে সবুজ জমি আছ তুমি আছ আমি ।
এই পরিবেশ বাঁচানোর অধিকার আমাদেরই কাছে।
আমারাই ফুল হয়ে ফুটি ডালে ডালে বাতাসেতে দোলায় মাথা
তাই বলে দলে যেওনা পায়ে পায়ে ছিঁড়ে দিওনা নরম পাতা।
দুচোখ ভরে শুধু দেখো আর দেখো আর খুশি হও মনে মনে
আমরাও রেঙে উঠি হেসে উঠি সূর্যের সাত রঙা কিরণে ।
মধু নিতে মৌমাছি জোটে প্রজাপতিরা আসে দলে দলে উড়ে
তাই ফুল থেকে ফল, দেখা হ্য় আবার আগামীর ভোরে ।
বাতাসেতে বিষ যত আমাদের প্রয়োজনে শুষে নিই সব
নির্মল পৃথিবীতে তোমরাও শ্বাস নাও তায় এত কলরব ।
পাখী সব কত আশা বাঁধে বাসা গান গায় সাঁঝ সকালে
দিন কাটে ছায়া মায়াতে রাতভর রুপকথা শিশির জলে ।
সবুজের অভিযানে কালো মেঘ ধেয়ে আসে বৃষ্টি নিয়ে বুকে
শিকড়ের জল বুনে বুনে এ মাটির ভাঙন দিয়েছি রুখে ।
ভালো চাও ভালো রবে চেওনা কখনো শুখা মরুভূমি
নীল আকাশের নিচে সবুজ জমি আছ তুমি আছ আমি ।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
স্বাধীন আমিনুল ইসলাম ২৮/০৩/২০১৫
-
অ ২৭/০৩/২০১৫বেশ ভালো ।
-
সবুজ আহমেদ কক্স ২৭/০৩/২০১৫দারুন
-
নাজমুল আহসান ২৭/০৩/২০১৫চমৎকার । অভিমান আছে । অভিযোগ নেই । প্রবাহ গতিশীল । ছান্দিক দোলা অপূর্ব । দন্যবাদ কবিকে ।
কাব্যে নেই কোন ভনিতা।