www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

সময়

‘সময়’ আকাশ রায়

‘সময়’ এক অদ্ভুত শক্তি।
সময়-এর হাত ধরেই বদলে গিয়েছে অনেক কিছু,
বদলে গিয়েছি আমি, বদলেছিস তুই,
বদলে গিয়েছে পারিপার্শিক,
বদলে গিয়েছে সবাই।
বদলে যাওয়া সময়ের নতুন জীবন,
বদলে যাওয়া পরিস্থিতি ।
বেঁচে থাকার মূল মন্ত্র,
এই বদলে যাওয়া।
বদলায়নি খালি সেই অতীত,
বদলায়নি কিছু স্মৃতি, বদলায়নি অনুভুতি,
বদলায়নি কিছু শিক্ষা,
বদলায়নি এমন অনেক আনন্দ মুহুর্ত,
বদলায়নি অনেক দুঃখ ।
ক্ষয়পূরণ হয়ে গেলেও রয়ে গেছে গভীর ছাপ,
যেগুলি না বদলালেও রয়ে যাবে সারা জীবন.
হয়তো দুঃস্বপ্নে করবে সে তাড়া,
ভালো সময়ে দেবে স্থৈর্য,
খারাপ সময়ে দেবে এক ফোটা হাসি।
%%%%%%%%%%%%%%%%%%%%

আমার আত্মজ লিখেছে.........প্রকাশ করলাম আমার পেজে............
ত্রুটি মার্জনা করবেন।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৯৯৬ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ২১/০৩/২০১৫

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • সবুজ আহমেদ কক্স ২২/০৩/২০১৫
    কাব্যতা বেশ ভালো লাগলো
  • সুন্দর। সময়কে সুন্দরভাবে ম্যানেজ করতে হবে।
  • বাস্তব
 
Quantcast