ডাকনাম
ডাকতেই পারতে আমায় সেই পরিচিত ডাকনামে
আমি শেষবারের জন্যেও চমকে উঠতাম
তখন সবাই সমুদ্র সৈকতে ভীষন রকম ব্যস্ত
কেউ ঝিনুক কুড়োতে, কেউ বালির বাড়ি বানাতে,
কেউ ঢেউ এর সাথে লুকোচুরি খেলাতে,
আবার কেউ রক্ত বর্ণ আকাশের খেলা দেখতে
মুঠো ফোনে সূর্য ওঠার ছবি তোলার অপেক্ষাতে
আমি ও দেখছিলাম অধীর অপলক নয়নে
একটা ছোট্ট ঢেউ পায়ের পাতা ভিজিয়ে দিল
মনের ভিতর জলছবি হয়ে আঁকা রয়ে গেল
হটাত সব স্তব্ধ কেন জানি মনে হল
ক্রমশ কোলাহল কুজন হারিয়ে গেল
এক আলোক বৃত্তের গন্ডিতে বাঁধা পড়েছি
সেখানে কেও নেই একা খন্ডিত আমি
এক পা বাড়ালে বরফ আঁধারে
থাকব হিমায়িত অনন্ত কাল ধরে
কারোর ডাকে এখন সাড়া দিতে চাই
কারোর উষ্ণতায় এখন ধরা পড়তে চাই
কারোর রক্তিম কপোলে ওষ্ঠ দাগ দিতে চাই
পরিচিত ডাকনামে ডাকলে এ জীবন ফিরে পেতাম।
আমি শেষবারের জন্যেও চমকে উঠতাম
তখন সবাই সমুদ্র সৈকতে ভীষন রকম ব্যস্ত
কেউ ঝিনুক কুড়োতে, কেউ বালির বাড়ি বানাতে,
কেউ ঢেউ এর সাথে লুকোচুরি খেলাতে,
আবার কেউ রক্ত বর্ণ আকাশের খেলা দেখতে
মুঠো ফোনে সূর্য ওঠার ছবি তোলার অপেক্ষাতে
আমি ও দেখছিলাম অধীর অপলক নয়নে
একটা ছোট্ট ঢেউ পায়ের পাতা ভিজিয়ে দিল
মনের ভিতর জলছবি হয়ে আঁকা রয়ে গেল
হটাত সব স্তব্ধ কেন জানি মনে হল
ক্রমশ কোলাহল কুজন হারিয়ে গেল
এক আলোক বৃত্তের গন্ডিতে বাঁধা পড়েছি
সেখানে কেও নেই একা খন্ডিত আমি
এক পা বাড়ালে বরফ আঁধারে
থাকব হিমায়িত অনন্ত কাল ধরে
কারোর ডাকে এখন সাড়া দিতে চাই
কারোর উষ্ণতায় এখন ধরা পড়তে চাই
কারোর রক্তিম কপোলে ওষ্ঠ দাগ দিতে চাই
পরিচিত ডাকনামে ডাকলে এ জীবন ফিরে পেতাম।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
কুয়াশা রায় ১৭/০৩/২০১৫ভাল লাগল।
-
মল্লিকা রায় ১৭/০৩/২০১৫ভালো লাগলো আপনার কবিতা। শুভেচ্ছা জানিয়ে গেলাম।
-
পিয়ালী দত্ত ১৬/০৩/২০১৫খুব সুন্দর
-
নূরুজ্জামান নাঈম ১৬/০৩/২০১৫ভাল লাগল, কবি রক্তিম।
-
মল্লিকা রায় ১৬/০৩/২০১৫পরিচিত নামটি জানিনা-----তবে ভালো লাগলো।
-
সবুজ আহমেদ কক্স ১৬/০৩/২০১৫নাইস
-
ইকবাল হাসান ১৬/০৩/২০১৫বেশ চালিয়ে যান। সু্ভ কামনা রইল...।
-
আনন্দ মোহন বিশ্বাস ১৬/০৩/২০১৫সুন্দর লেখা