শপথ
আমরাই আসছি আবার, আমরাই আসব আবার
প্রতি ঘাসে ঘাসে, প্রতি পাতায় পাতায়
শুনি ঘোষনা তার।
ধমনীতে সে বারতা, পদধ্বনি তাই হৃদয়ে বাজে
স্বপ্ন খুঁজি স্বপ্নে বাঁচি, পথ চলি আশা রেখে
দুহাতে সরিয়ে আঁধার।
সেদিন রাত গভীর ছিল
ঘরে ফেরার পথ বন্ধ ছিল
আনাচে কানাচে চাপা কান্না ছিল
মেঘের আড়ালে মৃত্যুরা মুখ ঢেকে ছিল
সেই দিন ফিরে সত্যি কি চাই ? চাইনা আর
আজ ধানের শিষে যে শিশির ছোঁয়া
চিমনির মুখে দেখি সাদা কালো ধোঁয়া
সময়ের সাথে তাল রেখে রেখে
স্বপ্নের রঙে রঙে দেশ বাঁচাবার
শপথ নিয়েছি যে দুর্বার ।
প্রতি ঘাসে ঘাসে, প্রতি পাতায় পাতায়
শুনি ঘোষনা তার।
ধমনীতে সে বারতা, পদধ্বনি তাই হৃদয়ে বাজে
স্বপ্ন খুঁজি স্বপ্নে বাঁচি, পথ চলি আশা রেখে
দুহাতে সরিয়ে আঁধার।
সেদিন রাত গভীর ছিল
ঘরে ফেরার পথ বন্ধ ছিল
আনাচে কানাচে চাপা কান্না ছিল
মেঘের আড়ালে মৃত্যুরা মুখ ঢেকে ছিল
সেই দিন ফিরে সত্যি কি চাই ? চাইনা আর
আজ ধানের শিষে যে শিশির ছোঁয়া
চিমনির মুখে দেখি সাদা কালো ধোঁয়া
সময়ের সাথে তাল রেখে রেখে
স্বপ্নের রঙে রঙে দেশ বাঁচাবার
শপথ নিয়েছি যে দুর্বার ।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
রইস উদ্দিন খান আকাশ ১৪/০৩/২০১৫খুব সুন্দর
-
সবুজ আহমেদ কক্স ১৪/০৩/২০১৫মুগ্ধতা রেখে গেলাম
-
দ্বীপ সরকার ১৪/০৩/২০১৫ভাল লিখেছেন।
-
অগ্নিপক্ষ ১৩/০৩/২০১৫নাইস!
-
মল্লিকা রায় ১৩/০৩/২০১৫বেশ ভালো লাগলো কবিতা।