www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

স্বপ্ন

তোমায় একটা স্বপ্ন দিতে চাই তুমি নেবে
আমার কাছে স্বপ্নটা আছে অনেকদিন ধরে,
তুমি নেবে ?
আমি বাজী রাখতে রাজি সবটা শুনলে
তুমি নিমেষে আমার থেকে ছিনিয়ে নেবে
ছিনিয়ে নেবে কেন? আমি তোমাকে দিতে চাই
দাঁড়াও সম্মুখে আমার দেখো, আমার চোখের দিকে
তারপর খুব ধীরে ধীরে এগিয়ে এসো
পাবে ঝিনুক ভাঙ্গা ঝিকমিকানো মুক্তোর মতো
নীল আকাশ ঘেরা টলমলে এক ঝিল
নাম না জানা হলুদ পাখীটা শিস দিয়ে
ডেকে বলবে ‘সুস্বাগতম’
ওকে একটা নাম দিও, ও তোমাকে পথ বলে দেবে
ঘাসের সবুজ গালিচা বিছানো পথ দিয়ে যেতে হবে
পথের ধরে লাল নীল নানা রঙের ফুলেরা
আলসেমি করে চায়বে পায়ে লুটিয়ে পড়তে
কার কি নাম ওরা জানে না ওরা বলবে-
তুমি আমাদের একটা করে নাম দা....ও
আরো বলবে- আমাদের মালা গেঁথে গলায় পরবে
কাজল কালো ঝিলের জল কাছে ডাকবে-
বলবে এসো আমার সাথে কিছু কথা বলো-
বলতে পারো তার সাথে না বলা যত কথা
শেষে ও হাসতে বলবে, গান গাইতে বলবে
হাসি গান গল্পে কখন সকাল গড়িয়ে সন্ধ্যে
তখন আকাশ সলমা জড়ির ওড়নায় সেজে উঠবে
হালকা বাতাসে উড়বে তোমার মেঘ কালো চুল
অন্ধকার চেলে চেলে আলো আনতে চায় জোনাকিরা
সেই আবছা আলোতে দেখবে এক পাথর মূর্তি
তোমার পরশে প্রাণ পাবে সে জাগবে চোখ মেলবে
হাত বাড়িয়ে বলবে- চল তোমার সাথে যাব অনেক দুরে।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৮৬৫ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ০৪/০৩/২০১৫

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • বেশ ভালো হয়েছে , কবি । অভিনন্দন আপনাকে
  • ০৪/০৩/২০১৫
    সুন্দর স্বপ্ন ।
    • রক্তিম ০৬/০৩/২০১৫
      স্বপ্ন ভেলায় চড়ে ভাসবে নাকি নিরুদ্দেশের পথে যাবে উড়ে। আবার কিন্ত আসতে হবে বাস্তবের এই মাটির পরে ।
  • রায়হান রহমান ০৪/০৩/২০১৫
    ভালো লাগলো
  • স্বপ্ন আমার সোহাগগুলি
    স্বপ্ন আমার খেলা,
    স্বপ্ন রঙ্গিন প্রজাপতি
    নীলাভ নভের ভেলা।
    • রক্তিম ০৬/০৩/২০১৫
      স্বপ্নেরা সত্যি যেন প্রজাপতি ওদের কখন সোহাগ করি কখন খেলি আবার কখন বা ভেলায় করে পাড়ি দিই নিরুদ্দেশের ডাকে।
 
Quantcast