তুমি আসবে
তুমি আসবে তাই সাজঘর জুড়ে স্বপ্নের আনাগোনা
তুমি আসবে তাই লোক মুখে মুখে জল্পনা কল্পনা।
তুমি আসবে তাই এখনো কাননে ফোটেনি হাসনুহানা
তুমি আসবে তাই আগামী সুখেরা খুঁজে ফেরে ঠিকানা।
তুমি আসবে তাই পিছিয়ে গিয়েছে মচন্দ্রীমা রাত
তুমি আসবে তাই খবর কাগজে ব্যস্ত প্রতি প্রভাত।
তুমি আসবে তাই বাতাসের বুকে শিউলি ফোটা গন্ধ
তুমি আসবে তাই সদর দুয়ার কখনো করিনি বন্ধ।
তুমি আসবে তাই রাস্তার মোড়ে নিশিপদ্মের ভীড়
তুমি আসবে তাই যখন তখন বরষা ঝিরি ঝির।
তুমি আসবে তাই কথা না রেখে সে গিয়েছে চলি
তুমি আসবে তাই গুন গুন গানে মুখর শহরতলি।
তুমি আসবে তাই ফেরিওয়ালাটা জমিয়ে রেখেছে হাসি
তুমি আসবে তাই দিগন্ত ছেয়ে অমল আলোর রাশি।
তুমি আসবে তাই আকাশ জুড়ে মেঘ ছায়া রোদ্দুর
তুমি আসবে তাই সাজানো গোছানো চোখ যায় যদ্দুর॥
তুমি আসবে তাই লোক মুখে মুখে জল্পনা কল্পনা।
তুমি আসবে তাই এখনো কাননে ফোটেনি হাসনুহানা
তুমি আসবে তাই আগামী সুখেরা খুঁজে ফেরে ঠিকানা।
তুমি আসবে তাই পিছিয়ে গিয়েছে মচন্দ্রীমা রাত
তুমি আসবে তাই খবর কাগজে ব্যস্ত প্রতি প্রভাত।
তুমি আসবে তাই বাতাসের বুকে শিউলি ফোটা গন্ধ
তুমি আসবে তাই সদর দুয়ার কখনো করিনি বন্ধ।
তুমি আসবে তাই রাস্তার মোড়ে নিশিপদ্মের ভীড়
তুমি আসবে তাই যখন তখন বরষা ঝিরি ঝির।
তুমি আসবে তাই কথা না রেখে সে গিয়েছে চলি
তুমি আসবে তাই গুন গুন গানে মুখর শহরতলি।
তুমি আসবে তাই ফেরিওয়ালাটা জমিয়ে রেখেছে হাসি
তুমি আসবে তাই দিগন্ত ছেয়ে অমল আলোর রাশি।
তুমি আসবে তাই আকাশ জুড়ে মেঘ ছায়া রোদ্দুর
তুমি আসবে তাই সাজানো গোছানো চোখ যায় যদ্দুর॥
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
শাহাদাত হোসেন রাতুল ১৮/০৪/২০১৫বেশ ভাল লাগলো
-
অ ২৮/০২/২০১৫তুমি আসবে বলে কাছে ডাকবে বলে
তাই চম্পা- বকুল করে গন্ধে আকুল ।
সুন্দর লেখা । -
রক্তিম ২৭/০২/২০১৫তুমি আনবে ভোরের আভাস তুমি আনবে ফুলের সুবাস। আশায় আছি।
-
ফিরোজ মানিক ২৫/০২/২০১৫তুমি আসবে বলে আজও ভোর হয় পাখি ডাকে তুমি আসবে বলে আজও তারাগুলো জেগে জোনাকীরা আলো দেয়।
-
মো ফয়সাল রহমান ২৫/০২/২০১৫Nice
-
সবুজ আহমেদ কক্স ২৫/০২/২০১৫দারুন লেখা