পাওনা
কোকিল ডাকে কুহু কুহু
কুকুর ডাকে ঘেউ
খোকা ডাকে মা মা করে
দেয়না সাড়া কেউ।
বিড়াল ডাকে ম্যাও ম্যাও
ডাকছে গরু হাম্বা,
মা বাবা আপিস গেছে
গল্প বলতো আম্মা।
আম্মা এখন বৃদ্ধাশ্রমে
একলা ঘরে খোকা,
জানলাতে চোখ কী আশাতে
রাস্তা এখন ফাঁকা।
খেলবে কখন খাবে কী?
মা আসেনা, বাবাও না,
ঘুমিয়ে খোকা স্বপ্ন দেখে
এই কী খোকার পাওনা?
এক শিশুর অনুরোধে এই ছড়া।
কুকুর ডাকে ঘেউ
খোকা ডাকে মা মা করে
দেয়না সাড়া কেউ।
বিড়াল ডাকে ম্যাও ম্যাও
ডাকছে গরু হাম্বা,
মা বাবা আপিস গেছে
গল্প বলতো আম্মা।
আম্মা এখন বৃদ্ধাশ্রমে
একলা ঘরে খোকা,
জানলাতে চোখ কী আশাতে
রাস্তা এখন ফাঁকা।
খেলবে কখন খাবে কী?
মা আসেনা, বাবাও না,
ঘুমিয়ে খোকা স্বপ্ন দেখে
এই কী খোকার পাওনা?
এক শিশুর অনুরোধে এই ছড়া।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
ফিরোজ মানিক ২০/০২/২০১৫সুন্দর।
-
হাসান ইমতি ২০/০২/২০১৫বাহ
-
স্বপন রোজারিও(১) ১৯/০২/২০১৫Nice
-
সবুজ আহমেদ কক্স ১৯/০২/২০১৫nice @
-
আহমাদ মাগফুর ১৯/০২/২০১৫ভালো!
-
মোঃ সাইফুল ইসলাম ১৯/০২/২০১৫কবিতাটি ভাল লাগল। অসাধারণ সরলতার ছাপ আছে বটে।
-
উদ্বাস্তু নিশাচর ১৯/০২/২০১৫ছন্দ ভালো তবে আরো গভীরতা থাকলে ভালো লাগতো আরও
-
রইস উদ্দিন খান আকাশ ১৯/০২/২০১৫অসাধারণ ছন্দ