নতুন সকাল
আমরা এনেছি এক নতুন সকাল
যদিও ছড়ানো কিছু কুয়াশা
সুদীর্ঘ রাত শেষ করে দিন
আজ পেয়েছি বাঁচার আশা।
লাঙলের ফলায় ফলায় দেখেছি
ফসল ফলাবার নিদারুন যন্ত্রনা
নির্বাক পৃথিবীর বুক চিরে
তাই সে আঁকে খুশির আলপনা।
নতুন দিগন্ত আনো সমুখে সবার
কিছু উত্তাপ আর কিছু ভরসা ।
জলছবি এঁকে এঁকে রেখে যায়
চিমনির সাদা কাল ধোঁয়া
বাঁচার মন্ত্রে বেজে ওঠে সাইরেন
জীবনের গান হবে গাওয়া।
নতুন দিগন্ত আনো সমুখে সবার
কিছু উত্তাপ আর কিছু ভরসা ।
যদিও ছড়ানো কিছু কুয়াশা
সুদীর্ঘ রাত শেষ করে দিন
আজ পেয়েছি বাঁচার আশা।
লাঙলের ফলায় ফলায় দেখেছি
ফসল ফলাবার নিদারুন যন্ত্রনা
নির্বাক পৃথিবীর বুক চিরে
তাই সে আঁকে খুশির আলপনা।
নতুন দিগন্ত আনো সমুখে সবার
কিছু উত্তাপ আর কিছু ভরসা ।
জলছবি এঁকে এঁকে রেখে যায়
চিমনির সাদা কাল ধোঁয়া
বাঁচার মন্ত্রে বেজে ওঠে সাইরেন
জীবনের গান হবে গাওয়া।
নতুন দিগন্ত আনো সমুখে সবার
কিছু উত্তাপ আর কিছু ভরসা ।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
ফিরোজ মানিক ২০/০২/২০১৫ভাবগাম্ভীর্য্য দারুণ। ভেতরে রস আছে।
-
আল-আমিন মোড়ল ২০/০২/২০১৫আপনার কবিতার ভবিষ্যত খুব ভাল! যদি আপনি সুন্দর করে চালিয়ে যান।
-
প্রদীপ কুমার ১৯/০২/২০১৫I wish you best of luck.
-
মো ফয়সাল রহমান ১৯/০২/২০১৫hmmm valo
-
মোঃ সাইফুল ইসলাম ১৯/০২/২০১৫খুব ভাল মানের কবিতা। ভাল লাগল।
-
উদ্বাস্তু নিশাচর ১৯/০২/২০১৫দারুন লেগেছে। অনেক ভালো লেগেছে
-
আদনান আদি ১৯/০২/২০১৫সুন্দর
-
রইস উদ্দিন খান আকাশ ১৯/০২/২০১৫সুন্দর
-
অ ১৮/০২/২০১৫খুব ভালো লাগল নতুন সকাল ।
-
রানা ১৮/০২/২০১৫ভালো লাগলো কবিতাটি
-
অগ্নিপক্ষ ১৮/০২/২০১৫আজকে পাঁচ কেজি চালের সা্থে পাঁচ কেজি চিনি ফ্রি পেয়েছি।
-
রইস উদ্দিন খান আকাশ ১৮/০২/২০১৫খুব ভাল
-
সবুজ আহমেদ কক্স ১৮/০২/২০১৫pora valo laglo @@@@
-
সবুজ আহমেদ কক্স ১৮/০২/২০১৫darun kobita