হোলী
বছর ঘুরে আবার এলো ফাগ রাঙানো হোলীর দিন
খেলব হোলী উড়িয়ে আবীর, গাইব মিলে হোলীর গান
দিচ্ছে দোলা বাতাস ফাগুন অন্তরেতে ছড়ায় আগুন
চলকে ওঠা কলকে ফুলের মধু আয়না ছুটে করতে পান ।
হৃদয়পুরে আকাশ জুড়ে আজকে শুধুই রঙের খেলা
ঘরের কোণে আর যে কেন আয়না চলে এই বেলা
বাজছে বাঁশি বাজছে মাদল মৌ মহুয়ায় নেশায় মাতাল
রঙের ধারায় এই আঙিনায় করবি স্নান হৃদয় উতাল ।
ও মেয়ে তুই সাঁঝবেলাতে কোথায় যাবি উড়িয়ে আঁচল
লজ্জায় রাঙা ওই দু গালে মাখবি আরো লাল গুলাল
তোর মেঘের পারা খোলা চুলে কৃষ্ণচূড়া খুব মানাবে
শরীর যখন শরীর পাবে হৃদয় তখন জুড়িয়ে যাবে ।
বসন্তেরই সুরে সুরে চাঁদ জোছনায় পূরবে মন
পেখম মেলে তালে তালে খুব নাচবি সারাক্ষণ ।।
খেলব হোলী উড়িয়ে আবীর, গাইব মিলে হোলীর গান
দিচ্ছে দোলা বাতাস ফাগুন অন্তরেতে ছড়ায় আগুন
চলকে ওঠা কলকে ফুলের মধু আয়না ছুটে করতে পান ।
হৃদয়পুরে আকাশ জুড়ে আজকে শুধুই রঙের খেলা
ঘরের কোণে আর যে কেন আয়না চলে এই বেলা
বাজছে বাঁশি বাজছে মাদল মৌ মহুয়ায় নেশায় মাতাল
রঙের ধারায় এই আঙিনায় করবি স্নান হৃদয় উতাল ।
ও মেয়ে তুই সাঁঝবেলাতে কোথায় যাবি উড়িয়ে আঁচল
লজ্জায় রাঙা ওই দু গালে মাখবি আরো লাল গুলাল
তোর মেঘের পারা খোলা চুলে কৃষ্ণচূড়া খুব মানাবে
শরীর যখন শরীর পাবে হৃদয় তখন জুড়িয়ে যাবে ।
বসন্তেরই সুরে সুরে চাঁদ জোছনায় পূরবে মন
পেখম মেলে তালে তালে খুব নাচবি সারাক্ষণ ।।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
পিয়ালী দত্ত ১৬/০২/২০১৫দারুন
-
ফিরোজ মানিক ১৬/০২/২০১৫ও মেয়ে তুই সাঁঝ বেলেতে কোথায় যাবি উড়িয়ে আচল সুন্দর রোমান্টিক কথা। ভাল লাগলো কবি।
-
প্রদীপ কুমার ১৬/০২/২০১৫shundor....
-
অগ্নিপক্ষ ১৬/০২/২০১৫বাম্বু ভিলা ( এজেসি বোস রোড )
-
জহির রহমান ১৬/০২/২০১৫ভালো লেগেছে
-
আল-আমিন মোড়ল ১৬/০২/২০১৫আপনি অনেক সুন্দর কবিতা লেখেন!! সাবাস!!!!!""
শরীর যখন শরীর পাবে হৃদয় তখন জুরিয়ে যাবে!
এই কথাটা আমার কাছে খুবই ভাল লাগল। -
সবুজ আহমেদ কক্স ১৬/০২/২০১৫দারুন .....................।
-
সুলতান মাহমুদ ১৬/০২/২০১৫hmm
-
ইঞ্জিনিয়ার সজীব ইমাম ১৬/০২/২০১৫ভালো লাগলো............
-
উদ্বাস্তু নিশাচর ১৬/০২/২০১৫ফাগুনের আগুন ঝড়ানো রচনা ভালো লাগলো