আলোক দিশারী
তোমার নামে সাঁঝ সকালে স্বপ্ন জেগে থাকে
তোমার নামে পূব আকাশে রক্ত পলাশ ফোটে ।
বুকের মধ্যে আছড়ে পড়ে উজানী এক নদী
তোমার নামে ঝড়ের গানে বাঁচার সেতু গড়ি
অশ্রুতে নয় গানে গানে তোমায় স্মরণ করি ।
স্বপ্ন নিয়ে সাহস জাগে হাজার তারার আলো
সেই আলোতে চলার পথে আলো আমার আলো।
সব পেয়েছির দেশটা কোথায় খোঁজ পেয়েছি তারই
আঁধার ভেঙে দিন এনেছো (তুমি) আলোক দিশারী
অশ্রুতে নয় গানে গানে তোমায় স্মরণ করি ।
তোমার নামে পূব আকাশে রক্ত পলাশ ফোটে ।
বুকের মধ্যে আছড়ে পড়ে উজানী এক নদী
তোমার নামে ঝড়ের গানে বাঁচার সেতু গড়ি
অশ্রুতে নয় গানে গানে তোমায় স্মরণ করি ।
স্বপ্ন নিয়ে সাহস জাগে হাজার তারার আলো
সেই আলোতে চলার পথে আলো আমার আলো।
সব পেয়েছির দেশটা কোথায় খোঁজ পেয়েছি তারই
আঁধার ভেঙে দিন এনেছো (তুমি) আলোক দিশারী
অশ্রুতে নয় গানে গানে তোমায় স্মরণ করি ।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
অস্পষ্ট ছবি ১৩/০২/২০১৫nice...
-
অ ১৩/০২/২০১৫সুন্দর ।।
-
মো ফয়সাল রহমান ১২/০২/২০১৫khub valo hoyecha
-
হাসান কামরুল ১২/০২/২০১৫দারুণ।
-
জহির রহমান ১২/০২/২০১৫এক কথায় চমৎকার!!!
-
সবুজ আহমেদ কক্স ১২/০২/২০১৫amer khub darun lagecha @@@ bhi
-
ফিরোজ মানিক ১২/০২/২০১৫তোমাম নামের কাব্যগুলো আজও আমি পড়ি। দারুণ কবিতা।
-
হাসান ইমতি ১২/০২/২০১৫