প্রথম প্রেম
প্রথম প্রেম মানে জীবন নতুন করে পাওয়া
প্রথম প্রেম মানে অকারণে শুধু গান গাওয়া
প্রথম প্রেম মানে সামনের বাধা পেড়িয়ে যাওয়া
প্রথম প্রেম মানে সজনে ফুলের গন্ধ নেওয়া ।
মেঘের খেলা আকাশ জুড়ে, পাতার বাঁশি বাজে দুরে
আমায় কে আর রাখে ধরে যাব ধানসিরিটির তীরে
প্রথম প্রেম মানে কাছাকাছি দুজনে আসা
প্রথম প্রেম মানে স্বপ্ন সাগরে দুজনে ভাসা
প্রথম প্রেম মানে পথের দিকে চেয়ে থাকা
প্রথম প্রেম মানে প্রেমের কবিতা শুধু লেখা ।
একরাশ তারাদের মিছিলে মিছিলে পায়ে পায়ে পথ চলা
সবুজ ঘাসেতে বসে বসে হারিয়ে যাওয়ার গল্প বলা
প্রথম প্রেম মানে অবিরাম শুধু বৃষ্টিতে ভেজা
প্রথম প্রেম মানে ভিড়ের মধ্যে সে মুখ খোঁজা
প্রথম প্রেম মানে ক্যানভাস জুড়ে তারই ছবি
প্রথম প্রেম মানে বুকের মধ্যে ফল্গু নদী ।
সময় যদি থমকে দাঁড়ায় দুহাত তবু সামনে বাড়াই
নতুন করে পাব জেনে বারে বারে ইচ্ছা করে হারাই
প্রথম প্রেম মানে জীবন নতুন করে পাওয়া
প্রথম প্রেম মানে অকারণে শুধু গান গাওয়া
প্রথম প্রেম মানে সামনের বাধা পেড়িয়ে যাওয়া
প্রথম প্রেম মানে সজনে ফুলের গন্ধ নেওয়া ।
*************
প্রথম প্রেম মানে অকারণে শুধু গান গাওয়া
প্রথম প্রেম মানে সামনের বাধা পেড়িয়ে যাওয়া
প্রথম প্রেম মানে সজনে ফুলের গন্ধ নেওয়া ।
মেঘের খেলা আকাশ জুড়ে, পাতার বাঁশি বাজে দুরে
আমায় কে আর রাখে ধরে যাব ধানসিরিটির তীরে
প্রথম প্রেম মানে কাছাকাছি দুজনে আসা
প্রথম প্রেম মানে স্বপ্ন সাগরে দুজনে ভাসা
প্রথম প্রেম মানে পথের দিকে চেয়ে থাকা
প্রথম প্রেম মানে প্রেমের কবিতা শুধু লেখা ।
একরাশ তারাদের মিছিলে মিছিলে পায়ে পায়ে পথ চলা
সবুজ ঘাসেতে বসে বসে হারিয়ে যাওয়ার গল্প বলা
প্রথম প্রেম মানে অবিরাম শুধু বৃষ্টিতে ভেজা
প্রথম প্রেম মানে ভিড়ের মধ্যে সে মুখ খোঁজা
প্রথম প্রেম মানে ক্যানভাস জুড়ে তারই ছবি
প্রথম প্রেম মানে বুকের মধ্যে ফল্গু নদী ।
সময় যদি থমকে দাঁড়ায় দুহাত তবু সামনে বাড়াই
নতুন করে পাব জেনে বারে বারে ইচ্ছা করে হারাই
প্রথম প্রেম মানে জীবন নতুন করে পাওয়া
প্রথম প্রেম মানে অকারণে শুধু গান গাওয়া
প্রথম প্রেম মানে সামনের বাধা পেড়িয়ে যাওয়া
প্রথম প্রেম মানে সজনে ফুলের গন্ধ নেওয়া ।
*************
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
সবুজ আহমেদ কক্স ১৮/০২/২০১৫nice
-
নীরব রাজ ১১/০২/২০১৫প্রেম প্রেম
-
জহির রহমান ১১/০২/২০১৫সব প্রেমই নাকি প্রথম প্রেম হয়ে থাকে। হয়তোবা- অভিজ্ঞ প্রেমিক-প্রেমিকা কেউ চায় না বলেই!!!
ভালো লাগা জানিয়ে গেলাম কবি। -
ফিরোজ মানিক ১১/০২/২০১৫প্রথম প্রেমের স্মৃতি হৃদয়ে দেয় দোলা, প্রথম প্রেমের স্মৃতি যায় না কভু ভুলা।
-
অ ১০/০২/২০১৫কত স্মৃতি, কত ঘটনায় ভরা আমাদের এই জীবন । কিন্তু প্রথম প্রেমের শিহরণ সে কি ভোলা যায় ।
কিছু ভয় কিছু লজ্জা সে কি যে এক অনুভূতি । -
সুব্রত সামন্ত (বুবাই) ১০/০২/২০১৫"প্রথম প্রেম" হৃদয় রক্তিম করে দিয়ে যাওয়া।
-
সবুজ আহমেদ কক্স ১০/০২/২০১৫prothom prem asolei anorakam hay @@@@@