www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

লড়াই থামেনি

মানুষটা এখানে আসতো, এসে বসতো
তারপর নিজের মনে পাতা ওল্টাতো
ফিরে যেতো অতীতে, যা তাঁর ভাল লাগত
ভালো লাগার জন্য ছেড়ে দিতে হয়েছে
দৈনন্দিনের সকল স্বাভাবিক বিধিগুলো
জীবন তাঁর কাছে ছিল
নীল আকাশে ওড়া শ্বেত শুভ্র মেঘ
নিজের খেয়াল খুশিতে চলা ফেরা
ঠিক যেন এক যাযাবর খুঁজে বেড়াত ঠিকানা
কখনো সে গেয়ে ফেলত গান
পথভোলা এক পথিক যেমন গেয়ে ওঠে
চারিদিকে তখন সুরের মূর্ছনা ছড়িয়ে পড়তো
ঠিক যেন বৃষ্টি ধারা
অবিরাম ঝরতো মাটির আঙিনাতে
আবার কখনো সবুজ মাঠের সঙ্গে হত তাঁর সখ্যতা
সাদা কালো রঙের গোলাটাকে নিয়ে চলত লড়াই
সবুজ মেরুন বা লাল হলদে রঙের সাথে
কখনো নিজের জন্য কখনো দেশের জন্য
ছিনিয়ে আনতে হতো কাঙ্ক্ষিত জয়
হারতে হারতে জয়ের কাছে পৌঁছে যাওয়া
সোনা জেতার মতোই ছিল জীবনের সব লড়াই ।
প্রতিদিনের লড়াই তাঁর পিছু ছাড়েনি
তাড়িয়ে নিয়ে বেড়িয়েছে এক প্রান্ত থেকে অন্য প্রান্তে
এখন এই জীবন সন্ধ্যাতেও দেখেছি একই অনুশীলন
তবু ছেদ আসে...। প্রকৃতির নিয়ম মেনেই
চলে যেতে হ্য়, ছেড়ে যেতে হ্য়,
ছিঁড়ে ফেলতে হ্য় বিনি সুতোই গাঁথা সম্পর্ক,
একগোছা রজনীগন্ধা তোমার পাশে শোভা পাচ্ছে
শান্ত শরীরে আর কোনো জ্বালা নেই
অনেক লড়াই জিতে তুমি সফল এক বীর
বাকি পথ জেগে আছি জেগে থাকবো
এখন তুমি ঘুমাও তুমি ঘুমাও ঘুমাও ।

**ফুটবলার মনিলাল ঘটকের জীবন অবসানে ।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৫৮৮ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ০৯/০২/২০১৫

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • ০৯/০২/২০১৫
    সুন্দর লেখা ।।
  • সবুজ আহমেদ কক্স ০৯/০২/২০১৫
    anek bar pora holo ok thanks
  • সুজন ০৯/০২/২০১৫
    খুবই ভালো হয়েছে
  • হারালাম আরেকজন কে......
  • সবুজ আহমেদ কক্স ০৯/০২/২০১৫
    মুগ্ধ হলাম পড়ে...............।
  • হাসান ইমতি ০৯/০২/২০১৫
    ভালো লাগলো
  • রক্তিম ০৯/০২/২০১৫
    আমার প্রিয়জনের একজন । ভালো থাকবেন ।
  • একজন ফুটবলারকে নিয়ে সুন্দর কবিতা।
 
Quantcast