www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

রাত জাগাদের সাথে

স্বপ্ন দেখার সাহস নিয়ে এগিয়ে যাব আঁধার ঠেলে
হঠাত থমকে চমকে দাঁড়াই
আমার শরীর জুড়ে শুধুই রক্ত ঝরে ।
যে মানুষটা প্রথম আগুন জ্বালাতে শিখেছিল
তখন আমি ছিলাম তার সাথে প্রকৃতির সাথে
লড়াই শেষে ওরা গান গেয়েছিল,
সেই শুরু সবুজের অভিযান
তাঁদের কাছেই শেখা সবুজের গান
এগিয়ে যাওয়া সামনের পথে সামনের দিকে
তারপর, নদীর তীরে তীরে বাঁকে বাঁকে,
শিলালিপি থেকে দিনলিপি
রক্ত আর ঘামের ফসল
একে একে সব হাতের মুঠোয়
আজ কথা বলে ইতিহাস হয়ে ।
এক থেকে একে উত্তরণ,
গ্রাম থেকে শহর নগর থেকে বন্দর
এগিয়ে যাওয়া সামনের পথে সামনের দিকে
তখনও আমি ছিলাম তার সাথে ।
তারপর .....বহু যুগ ....পর..হঠাত...
ওরা যে কারা ... ওদের চিনি ?
না চিনিনা বললে ভুল হবে
ওরাও তো যুগে যুগে ছিল উত্তরণের পথে বাধা হয়ে
ওরা তো জানে না আগামী পথের দিশা
মেটাবে কি করে জনমানবের তৃষা ?
তাই গড়ে তুলি প্রতিরোধ প্রাচীর
হোক দুঃস্বপ্নের অবসান আসুক নতুন দিন
আবার এগিয়ে যাব রাতের আঁধার ঠেলে
হঠাত থমকে চমকে দাঁড়াই
আমার শরীর জুড়ে শুধুই স্বপ্ন ঝরে ।
আমি ওদের জানি যারা আগামী দিনের স্বপ্ন দেখে
সবুজের গানে ঘুমায় আবার জাগে
শিল্প সুষমা দোসর করে একে অন্যের কাঁধে কাঁধে
আমি ছিলাম আমি আছি আমি থাকব
ওই রাত জাগাদের সাথে ।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৯৬৭ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ০৫/০২/২০১৫

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • মো ফয়সাল রহমান ২০/০২/২০১৫
    Thik
  • আজাদ বাঙালি ১০/০২/২০১৫
    খুব ভালো
  • জাহিদুর রহমান ০৮/০২/২০১৫
    Rat jager satha noy borog sob somay thakta chai ja.
    Onak sundor likcen kobi vai
  • ০৫/০২/২০১৫
    চমৎকার হয়েছে কবি ।
    শুভেচ্ছা নিবেন ।
  • সবুজ আহমেদ কক্স ০৫/০২/২০১৫
    ভালো লাগলো তাই কয়বার করে পড়া হলো
    সো ফাইণ ..............................।
  • সবুজ আহমেদ কক্স ০৫/০২/২০১৫
    দারুণ লিখা ..............................
    কবি রক্তিম ভাই্ অসংখ্য ধন্যবাদ,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,
    শুভেচ্ছা রইল সহস্র ।।।।।।।।।।।,,,,,,,,,,
    শুভ কামনা ,,,,,,,,,,,,,আপনাকে সালাম ,,,,,,,,,,,,,,
  • খুব ভাল হয়েছে।
  • ফিরোজ মানিক ০৫/০২/২০১৫
    আপনি ছিলেন আপনি থাকবে আপনি আছেন আপনার সৃষ্টি অসাধারণ কবিতার মাঝে, প্রতিটি কবির হৃদয়ে।
    • রক্তিম ০৫/০২/২০১৫
      কবিবর ভালো থাকবেন। হাথে গরম এমন একটা আলোচনা আমি তো দু হাত চেটে পুটে খেলাম । আর আপনার ?
 
Quantcast