নকশীকাঁথা
হয়তো একদিন আমি থাকবনা ।
কিন্ত, এখানে অনেক কিছু স্মৃতি রয়ে যাবে
ঋতুর শেষে ঋতু, পরবের পর নতুন পরব
ফুটবে আরো অনেক অনেক রঙিন ফুল
সেদিন হয়তো আমি থাকবনা ।
শুরুতেই একত্রে উচ্চারিত হবে বেদ মন্ত্র
কেউ পাঠ করবে মহাজীবনের মহত বাণী
কেউ বলবে সুদুর সাগরপাড়ের অচিন কথা
গল্প বলা শোনা জীবন থেকে নেওয়া তাও থাকবে
সেদিন হয়তো আমি থাকবনা ।
জানি আসনখানি পূর্ণ হবে শুন্য থাকবেনা
যে মাছরাঙা পাখীটা বাঁশের ডগায় এসে বসে
সে ময়ুরকন্ঠী ডানা ঝাপটে বাতাসে জল ছড়াবে
তারপর ঝুপ করে উড়ে যাবে
আকাশের নীল সীমানায়
সেদিন হয়তো আমি থাকবনা ।
একে একে গানের সুরে ভেসে যবে এ সবুজ আঙ্গিনা
বাউল ভাটিয়ালী নতুন পুরাতনী যেন নকশীকাঁথার মাঠ
মন খুঁজে খুঁজে বেড়াবে আপন মনের মানুষ আছে কোথায়?
হারিয়ে পাওয়া লক্ষ মানিক যত্ন করে রাখবে
সেদিন হয়তো আমি থাকবনা ।
ঝড় বৃষ্টি রোদ্দুর যে আসেনা তা নয়, সেত থাকবেই
তারপর, শবরীর অপেক্ষা শেষে নামবে সেই পরম শান্তি
সুরে বেসুরে তালে বেতালে এগিয়ে যাবে আনন্দ ফল্গুধারা
সাগর সিনানে যাবে সে লহরী তুলে আপন ছন্দে আপন মনে
সেদিন আমি থাকবো সবুজঘাসে ছোট্ট শিশির কনার মতো
চকিতে ভালোলাগার ভালবাসার একটা সুবর্ণ মুহুর্তের মতো
ভোরবেলাতে আলোকলতায়, সাঁঝবেলাতে সাঁঝের বাতি হয়ে
সেদিন আমি থাকব ।
কিন্ত, এখানে অনেক কিছু স্মৃতি রয়ে যাবে
ঋতুর শেষে ঋতু, পরবের পর নতুন পরব
ফুটবে আরো অনেক অনেক রঙিন ফুল
সেদিন হয়তো আমি থাকবনা ।
শুরুতেই একত্রে উচ্চারিত হবে বেদ মন্ত্র
কেউ পাঠ করবে মহাজীবনের মহত বাণী
কেউ বলবে সুদুর সাগরপাড়ের অচিন কথা
গল্প বলা শোনা জীবন থেকে নেওয়া তাও থাকবে
সেদিন হয়তো আমি থাকবনা ।
জানি আসনখানি পূর্ণ হবে শুন্য থাকবেনা
যে মাছরাঙা পাখীটা বাঁশের ডগায় এসে বসে
সে ময়ুরকন্ঠী ডানা ঝাপটে বাতাসে জল ছড়াবে
তারপর ঝুপ করে উড়ে যাবে
আকাশের নীল সীমানায়
সেদিন হয়তো আমি থাকবনা ।
একে একে গানের সুরে ভেসে যবে এ সবুজ আঙ্গিনা
বাউল ভাটিয়ালী নতুন পুরাতনী যেন নকশীকাঁথার মাঠ
মন খুঁজে খুঁজে বেড়াবে আপন মনের মানুষ আছে কোথায়?
হারিয়ে পাওয়া লক্ষ মানিক যত্ন করে রাখবে
সেদিন হয়তো আমি থাকবনা ।
ঝড় বৃষ্টি রোদ্দুর যে আসেনা তা নয়, সেত থাকবেই
তারপর, শবরীর অপেক্ষা শেষে নামবে সেই পরম শান্তি
সুরে বেসুরে তালে বেতালে এগিয়ে যাবে আনন্দ ফল্গুধারা
সাগর সিনানে যাবে সে লহরী তুলে আপন ছন্দে আপন মনে
সেদিন আমি থাকবো সবুজঘাসে ছোট্ট শিশির কনার মতো
চকিতে ভালোলাগার ভালবাসার একটা সুবর্ণ মুহুর্তের মতো
ভোরবেলাতে আলোকলতায়, সাঁঝবেলাতে সাঁঝের বাতি হয়ে
সেদিন আমি থাকব ।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
ইঞ্জিনিয়ার সজীব ইমাম ০৩/০২/২০১৫জীবনান্দের কবিতা টি মনে পড়ে গেলো। সত্যি প্রশংসনীয় লেখা। ভালো লাগলো।
-
মুহাম্মদ রুহুল আমীন ০৩/০২/২০১৫কবিতা খুবই চমৎকার হয়েছে
-
চূড়ান্ত ০৩/০২/২০১৫ভালো লিখেছেন।
-
আতিক রহমান ০২/০২/২০১৫"সেদিন আমি থাকব"...... বেশ লাগলো।
-
স্বপন রোজারিও(১) ০২/০২/২০১৫চমৎকার।
-
সবুজ আহমেদ কক্স ০২/০২/২০১৫জসীম উদ্দীন এর নকসীকাথাঁ পড়েছিলাম আজ আপনার টা ভালো লাগলো,,,,,,,,,,
-
সবুজ আহমেদ কক্স ০২/০২/২০১৫ভালো লাগলো............।
-
সুব্রত দাশ আপন ০২/০২/২০১৫আপনার ধরণটাই অালাদা, বেশ ভালো লাগলো। কবিতার ভাবগুলো সুন্দরভাবে ফুটিয়ে তুলেছেন।
-
কপিল দেব ০২/০২/২০১৫কবিত্ব ভাব সুন্দর ভাবে পরিলক্ষিত হয়েছে কবিতায় । ভাল লাগলো ।
-
কৌশিক আজাদ প্রণয় ০২/০২/২০১৫কবি সত্ত্বা প্রকৃতিতে বার বার ফিরে ফিরে আসে বলেই প্রকৃতি এতো সুন্দর। লেখাটিতে মানবসত্ত্বার বর্ণনায় কেমন যেন শূন্যতা ছুঁয়ে গেলো হৃদয়ে। সেই সাথে আবার প্রকৃতির ভিড়ে ফিরে আসার অভিপ্রায়ও নান্দনিক ছিল। ভালো লাগলো কবিতাটি।
শর্বরী> শবরী
পর্ব> পরব