www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

কাঁচপোকা

তখন তুমি একমনে কবিতা পড়ছিলে
রাজমহিষীর সেই কবিতায় হারিয়ে গেলাম এক লহমায়
নীল আকাশে উড়ন্ত এক চিলের অলস ডানায়
হালকা সাদা শরত মেঘ ছুটি পেয়ে ভেসে বেড়ায়
খুব চেনা এক ফুলের সুবাস সারা বাতাস জুড়ে
রাখালিয়া বাঁশি বাজে খুব কাছে নয় কোন সুদূরে
তখনো তুমি একমনে কবিতা পড়ছিলে ।
মন যেন এক পাখী, কোথায় চলে দুডানা মেলে
সেখানে গল্প করে আকাশখানা জমির সাথে মিশে
বাউল বাতাস পথ হারায় সবুজ ধানের শিষে
দোদুল দোলায় দুলে দুলে, ঢোলকলমির ফুলে ফুলে
মৌপিয়াসী মৌটুসীরা গুন গুন করে দলে দলে
তখনো তুমি একমনে কবিতা পড়ছিলে ।

মন যেন হ্য় শালুক ফোটা টলমলে এক দীঘির জল
তিরিং বিরিং গঙ্গা ফড়িং কে ডাক দেয় জলকে চল
তমাল গাছের সরু ডালে মাছরাঙাটি চুপটি করে
রোদ্দুর এসে চলকে পড়ে দুইচোখেতে ঝিলিক মারে
বাদ্যি বাজে আগমনী হারিয়ে যাবার হাতছানি
তখনো তুমি একমনে কবিতা পড়ছিলে ।

মনযে এখন পশলা বৃষ্টি ঝির ঝির ঝরে বকুল শাখায়
রাত শরীরে কাঁচপোকা টিপ তারা ভরা মায়া জোছনায়
আলগা মুঠি উড়িয়ে দিলে কাঁচপোকা নাকি রাত জোনাকি?
সারারাত ধরে চাঁদের আশায় ডেকেছিল এক চকোর পাখী
উত্সব শেষে বেহালার তান বেদনার সুরে বেজেছিল
তখনো তুমি একমনে কবিতা পড়ছিলে ।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৭২২ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ২৯/০১/২০১৫

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • রহমান মোস্তাফিজ ০১/০৩/২০১৫
    জীবনানন্দের প্রভাব
  • হাসান কামরুল ৩০/০১/২০১৫
    দারুণ লিখেছেন।
  • অস্পষ্ট ছবি ৩০/০১/২০১৫
    nice....
    • রক্তিম ৩০/০১/২০১৫
      ছবি আকতে চেয়েছি বিশাল একটা ক্যানভাস জুড়ে । বেশ বেশ অনেক সময় ধরে ধরে ।
  • ফিরোজ মানিক ২৯/০১/২০১৫
    আপনি যদি এতো সুন্দর কবিতা লেখেন, তবে তো সারা বেলা সে কবিতা পড়বেই! শুভেচ্ছা রইল কবি।
  • ২৯/০১/২০১৫
    আপনার লেখা সুন্দর সুন্দর কবিতা হয়তো তার কাছে ছিল । তাই সে একমনে কবিতা পড়ছিল ।
    শুভেচ্ছা রইল ।
  • অগ্নিপক্ষ ২৯/০১/২০১৫
    রক্তাক্ত রক্তিম
  • সুব্রত দাশ আপন ২৯/০১/২০১৫
    পড়ে বেশ ভালো লাগলো। শুভেচ্ছা আপনাকে।
  • হাসান ইমতি ২৯/০১/২০১৫
    বেশ
  • সবুজ আহমেদ কক্স ২৯/০১/২০১৫
    আমি ও ক'বার করে পড়লাম ভাই............।ভাল লাগলো...............।
  • সবুজ আহমেদ কক্স ২৯/০১/২০১৫
    দারুণ লিখা.........।।
    কবি রক্তিম ভাই..................।
  • আমি এখনো এক মনে আপনারই কবিতা পড়ছি। অনেক ভালো লাগলো।
 
Quantcast