কাঁচপোকা
তখন তুমি একমনে কবিতা পড়ছিলে
রাজমহিষীর সেই কবিতায় হারিয়ে গেলাম এক লহমায়
নীল আকাশে উড়ন্ত এক চিলের অলস ডানায়
হালকা সাদা শরত মেঘ ছুটি পেয়ে ভেসে বেড়ায়
খুব চেনা এক ফুলের সুবাস সারা বাতাস জুড়ে
রাখালিয়া বাঁশি বাজে খুব কাছে নয় কোন সুদূরে
তখনো তুমি একমনে কবিতা পড়ছিলে ।
মন যেন এক পাখী, কোথায় চলে দুডানা মেলে
সেখানে গল্প করে আকাশখানা জমির সাথে মিশে
বাউল বাতাস পথ হারায় সবুজ ধানের শিষে
দোদুল দোলায় দুলে দুলে, ঢোলকলমির ফুলে ফুলে
মৌপিয়াসী মৌটুসীরা গুন গুন করে দলে দলে
তখনো তুমি একমনে কবিতা পড়ছিলে ।
মন যেন হ্য় শালুক ফোটা টলমলে এক দীঘির জল
তিরিং বিরিং গঙ্গা ফড়িং কে ডাক দেয় জলকে চল
তমাল গাছের সরু ডালে মাছরাঙাটি চুপটি করে
রোদ্দুর এসে চলকে পড়ে দুইচোখেতে ঝিলিক মারে
বাদ্যি বাজে আগমনী হারিয়ে যাবার হাতছানি
তখনো তুমি একমনে কবিতা পড়ছিলে ।
মনযে এখন পশলা বৃষ্টি ঝির ঝির ঝরে বকুল শাখায়
রাত শরীরে কাঁচপোকা টিপ তারা ভরা মায়া জোছনায়
আলগা মুঠি উড়িয়ে দিলে কাঁচপোকা নাকি রাত জোনাকি?
সারারাত ধরে চাঁদের আশায় ডেকেছিল এক চকোর পাখী
উত্সব শেষে বেহালার তান বেদনার সুরে বেজেছিল
তখনো তুমি একমনে কবিতা পড়ছিলে ।
রাজমহিষীর সেই কবিতায় হারিয়ে গেলাম এক লহমায়
নীল আকাশে উড়ন্ত এক চিলের অলস ডানায়
হালকা সাদা শরত মেঘ ছুটি পেয়ে ভেসে বেড়ায়
খুব চেনা এক ফুলের সুবাস সারা বাতাস জুড়ে
রাখালিয়া বাঁশি বাজে খুব কাছে নয় কোন সুদূরে
তখনো তুমি একমনে কবিতা পড়ছিলে ।
মন যেন এক পাখী, কোথায় চলে দুডানা মেলে
সেখানে গল্প করে আকাশখানা জমির সাথে মিশে
বাউল বাতাস পথ হারায় সবুজ ধানের শিষে
দোদুল দোলায় দুলে দুলে, ঢোলকলমির ফুলে ফুলে
মৌপিয়াসী মৌটুসীরা গুন গুন করে দলে দলে
তখনো তুমি একমনে কবিতা পড়ছিলে ।
মন যেন হ্য় শালুক ফোটা টলমলে এক দীঘির জল
তিরিং বিরিং গঙ্গা ফড়িং কে ডাক দেয় জলকে চল
তমাল গাছের সরু ডালে মাছরাঙাটি চুপটি করে
রোদ্দুর এসে চলকে পড়ে দুইচোখেতে ঝিলিক মারে
বাদ্যি বাজে আগমনী হারিয়ে যাবার হাতছানি
তখনো তুমি একমনে কবিতা পড়ছিলে ।
মনযে এখন পশলা বৃষ্টি ঝির ঝির ঝরে বকুল শাখায়
রাত শরীরে কাঁচপোকা টিপ তারা ভরা মায়া জোছনায়
আলগা মুঠি উড়িয়ে দিলে কাঁচপোকা নাকি রাত জোনাকি?
সারারাত ধরে চাঁদের আশায় ডেকেছিল এক চকোর পাখী
উত্সব শেষে বেহালার তান বেদনার সুরে বেজেছিল
তখনো তুমি একমনে কবিতা পড়ছিলে ।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
রহমান মোস্তাফিজ ০১/০৩/২০১৫জীবনানন্দের প্রভাব
-
হাসান কামরুল ৩০/০১/২০১৫দারুণ লিখেছেন।
-
অস্পষ্ট ছবি ৩০/০১/২০১৫nice....
-
ফিরোজ মানিক ২৯/০১/২০১৫আপনি যদি এতো সুন্দর কবিতা লেখেন, তবে তো সারা বেলা সে কবিতা পড়বেই! শুভেচ্ছা রইল কবি।
-
অ ২৯/০১/২০১৫আপনার লেখা সুন্দর সুন্দর কবিতা হয়তো তার কাছে ছিল । তাই সে একমনে কবিতা পড়ছিল ।
শুভেচ্ছা রইল । -
অগ্নিপক্ষ ২৯/০১/২০১৫রক্তাক্ত রক্তিম
-
সুব্রত দাশ আপন ২৯/০১/২০১৫পড়ে বেশ ভালো লাগলো। শুভেচ্ছা আপনাকে।
-
হাসান ইমতি ২৯/০১/২০১৫বেশ
-
সবুজ আহমেদ কক্স ২৯/০১/২০১৫আমি ও ক'বার করে পড়লাম ভাই............।ভাল লাগলো...............।
-
সবুজ আহমেদ কক্স ২৯/০১/২০১৫দারুণ লিখা.........।।
কবি রক্তিম ভাই..................। -
ইঞ্জিনিয়ার সজীব ইমাম ২৯/০১/২০১৫আমি এখনো এক মনে আপনারই কবিতা পড়ছি। অনেক ভালো লাগলো।