পরী
তুমি কি আমাকে চাওনি,
তাই কি আমাকে আস্তাকুঁড়ে
কাপড়ে মুড়ে ফেলে দিয়েছিলে ।
তাই যদি হবে তবে কেন ?
একটা কাগজের টুকরো রেখেছিলে ?
ওটাতে লেখা ছিল-
“পারলাম না তোকে কাছে রাখতে,
তবে আসবো তোকে ফিরিয়ে নিতে”
জানো, আমি কিন্ত খবর হয়েছিলাম
একটা কুকুর জননী আগলে রেখেছিল
প্রথমে আমার ঠায় হয়েছিল একটা থানায়
তারপর, নানান হাত ঘুরে ঘুরে শেষে
আমার আশ্রয় হ্য় এই আনন্দ আশ্রমে ।
কেন তুমি আমাকে কাছে রাখলেনা?
মাদার এবং সকলে এখানে আমাকে খুব ভালবাসে
আমার কোকড়ানো মাথার চুলে হাত বুলিয়ে দেয়
আমার তুলতুলে ফোলা ফোলা গালে চুমি দেয়
আমাকে নাকি অনেকটা পরীর মতন লাগে,
পরীদের নাকি ডানা থাকে, মাদার গল্প বলেছিল।
আমারতো ডানা নেই ! আমিতো উড়তে পারিনা !
যদি পারতাম তোমার কাছে উড়ে যেতাম ।
জানিনা, পরীদের বাবা মা ভাই বোন থাকে কিনা ?
তাতে আমার ছোট্ট বুকে কোন কষ্টই হয়না,
শুধু তুমি নেই বলে আমার একটু একটু কষ্ট হ্য় ।
মাতা মেরিও ছোট্ট যিশুকে কোলে নিয়ে আদর করে
মা, তুমি আমাকে কোলে নেবে?
তাহলে আমি হাসতাম, আমি না হাসতে ভুলে গেছি
আমার অনেক জ্বালা দুঃখ সব জুড়িয়ে যেত
জানো মা, আমার ঘরের মেঝেতে ছবি এঁকেছি
একরাশ এলোচুলের হাসি হাসি মুখের মা ।
আমাকে একটু আদর করবে – আমার মিষ্টি মা!
যখন আমার ইচ্ছা হ্য় মায়ের কোলে ঘুমাতে,
তখন আমি সেই ছবি মায়ের কোলে ঘুমিয়ে পড়ি ।
তারপর, স্বপ্ন দেখি তুমি আমাকে নিতে এসেছ
তখন আমার ভীষন ভালো লাগে,
তোমাকে জাপটে ধরি, হুম খুব খুব আরাম লাগে ,
আর মনে হ্য়.. উহু.. না বলব না.. লজ্জা করছে ।
তাই কি আমাকে আস্তাকুঁড়ে
কাপড়ে মুড়ে ফেলে দিয়েছিলে ।
তাই যদি হবে তবে কেন ?
একটা কাগজের টুকরো রেখেছিলে ?
ওটাতে লেখা ছিল-
“পারলাম না তোকে কাছে রাখতে,
তবে আসবো তোকে ফিরিয়ে নিতে”
জানো, আমি কিন্ত খবর হয়েছিলাম
একটা কুকুর জননী আগলে রেখেছিল
প্রথমে আমার ঠায় হয়েছিল একটা থানায়
তারপর, নানান হাত ঘুরে ঘুরে শেষে
আমার আশ্রয় হ্য় এই আনন্দ আশ্রমে ।
কেন তুমি আমাকে কাছে রাখলেনা?
মাদার এবং সকলে এখানে আমাকে খুব ভালবাসে
আমার কোকড়ানো মাথার চুলে হাত বুলিয়ে দেয়
আমার তুলতুলে ফোলা ফোলা গালে চুমি দেয়
আমাকে নাকি অনেকটা পরীর মতন লাগে,
পরীদের নাকি ডানা থাকে, মাদার গল্প বলেছিল।
আমারতো ডানা নেই ! আমিতো উড়তে পারিনা !
যদি পারতাম তোমার কাছে উড়ে যেতাম ।
জানিনা, পরীদের বাবা মা ভাই বোন থাকে কিনা ?
তাতে আমার ছোট্ট বুকে কোন কষ্টই হয়না,
শুধু তুমি নেই বলে আমার একটু একটু কষ্ট হ্য় ।
মাতা মেরিও ছোট্ট যিশুকে কোলে নিয়ে আদর করে
মা, তুমি আমাকে কোলে নেবে?
তাহলে আমি হাসতাম, আমি না হাসতে ভুলে গেছি
আমার অনেক জ্বালা দুঃখ সব জুড়িয়ে যেত
জানো মা, আমার ঘরের মেঝেতে ছবি এঁকেছি
একরাশ এলোচুলের হাসি হাসি মুখের মা ।
আমাকে একটু আদর করবে – আমার মিষ্টি মা!
যখন আমার ইচ্ছা হ্য় মায়ের কোলে ঘুমাতে,
তখন আমি সেই ছবি মায়ের কোলে ঘুমিয়ে পড়ি ।
তারপর, স্বপ্ন দেখি তুমি আমাকে নিতে এসেছ
তখন আমার ভীষন ভালো লাগে,
তোমাকে জাপটে ধরি, হুম খুব খুব আরাম লাগে ,
আর মনে হ্য়.. উহু.. না বলব না.. লজ্জা করছে ।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
সবুজ আহমেদ কক্স ০৯/০২/২০১৫anek bar pora holo @ nice
-
মুহাম্মদ রুহুল আমীন ২৯/০১/২০১৫বেশ ভাল লাগল।
-
আবিদ আল আহসান ২৮/০১/২০১৫valo hoise
-
অ ২৮/০১/২০১৫সুন্দর ।
নষ্ট প্রেমের কদর্যতায় নিষ্পাপ কিছু ভ্রুণের জায়গা হয় নর্দমার আবর্জনায় । আমরা এই অবস্থা থেকে পরিত্রাণ চাই ।
ভালো থাকুন কবি । -
ফিরোজ মানিক ২৮/০১/২০১৫বাস্তবতার একটি প্রতীক,খুব ভাল লাগলো।
-
শ্রাবনের মেঘ ২৮/০১/২০১৫বেশ ভালো লেগেছে
-
হাসান ইমতি ২৮/০১/২০১৫বেশ ...
-
সুব্রত দাশ আপন ২৮/০১/২০১৫বেশ ভালো লাগলো কবিতাটা পড়ে। অসাধারণ একটি কবি লিখেছেন। শুভেচ্ছা কবি আপনাকে।
-
ইঞ্জিনিয়ার সজীব ইমাম ২৮/০১/২০১৫অনেক ভালো লাগলো। দারুন লিখেছেন।