একটাই তো মন
এইমনে অবস্থান কেমন করে ঘৃনা আর প্রেম
ওরা পাশাপাশী থাকে, নাকি কাছাকাছি থাকে?
কিম্বা থাকে নাকি লক্ষ আলোক বর্ষ দুরে
ঘৃণার আগুনে কনকচাঁপা মন পুড়ে খাক হ্য়
সে ছাই ওড়ে না,নিথর নিরব প্রস্তর মূর্তি হ্য় ।
প্রেমের আগুনেও ধুপের মত মন পোড়ে যে
তাই মালা গাঁথা হলে দুচোখ তাকে খোঁজে
উত্তর খুঁজে পেতে আসি সাগরের কাছে
যেন কি হে অর্নব এমন কেন হ্য় ?
একটাই তো মন
ঘৃনা আর প্রেম মনের মাঝে কেমন করে থাকে?
উত্তর আসে লোনা বাতাসের এলোমেলো ঝাপটায়
‘সৃষ্টির আদি থেকে আমিও তার কাছে ছুটে যাই
ছোট বড় তরঙ্গ তুলে তুলে এই বালুকা বেলায়
বার বার ফিরি শুন্য হাতে তোলপাড় এ হৃদয়’
নিজেকেই প্রশ্ন করি সে ভালবাসে? নাকি ঘৃনা করে ?
উত্তর আজও মেলে নাই,
এটুকু বুঝি অন্তরে অন্তরে
একটাই তো মন তাই কখনো আবাহন কখনো বিসর্জন।
ওরা পাশাপাশী থাকে, নাকি কাছাকাছি থাকে?
কিম্বা থাকে নাকি লক্ষ আলোক বর্ষ দুরে
ঘৃণার আগুনে কনকচাঁপা মন পুড়ে খাক হ্য়
সে ছাই ওড়ে না,নিথর নিরব প্রস্তর মূর্তি হ্য় ।
প্রেমের আগুনেও ধুপের মত মন পোড়ে যে
তাই মালা গাঁথা হলে দুচোখ তাকে খোঁজে
উত্তর খুঁজে পেতে আসি সাগরের কাছে
যেন কি হে অর্নব এমন কেন হ্য় ?
একটাই তো মন
ঘৃনা আর প্রেম মনের মাঝে কেমন করে থাকে?
উত্তর আসে লোনা বাতাসের এলোমেলো ঝাপটায়
‘সৃষ্টির আদি থেকে আমিও তার কাছে ছুটে যাই
ছোট বড় তরঙ্গ তুলে তুলে এই বালুকা বেলায়
বার বার ফিরি শুন্য হাতে তোলপাড় এ হৃদয়’
নিজেকেই প্রশ্ন করি সে ভালবাসে? নাকি ঘৃনা করে ?
উত্তর আজও মেলে নাই,
এটুকু বুঝি অন্তরে অন্তরে
একটাই তো মন তাই কখনো আবাহন কখনো বিসর্জন।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
কুয়াশা রায় ২৫/০১/২০১৫বাহ! ভাল লাগল।
-
পিয়ালী দত্ত ২৩/০১/২০১৫খুব ভাল লাগল
-
হাসান কামরুল ২৩/০১/২০১৫বেশ ভালো লিখেছেন।
-
ফিরোজ মানিক ২৩/০১/২০১৫একটাই জীবন, একটাই তো মন সেই মনেরে নিয়ে কেন এতো প্রহসন? ভাল, খুব ভাল।
-
সবুজ আহমেদ কক্স ২৩/০১/২০১৫ভালো লাগলো
-
শম্পা ২৩/০১/২০১৫ওরা প্রতিবেশী। ভালো লিখেছেন।