www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

শহীদ

শহীদ তোমার বুকের খুনে লাল হলো পতাকা
শহীদ তোমার থাকবে ছবি এই বুকেতে আঁকা ।
তোমার চোখে চোখ মিলিয়ে স্বপ্ন দেখেছি
তোমার যাওয়া পথে পথ চলতে শিখেছি ।

মাদলের তালে তালে এ পথেরই বাঁকে বাঁকে
         লাল পলাশ ফুটেছে ।
সকালের জন্যে সাথী জেগেছ অনেক রাতি
          সে আলোর খবর এনেছ ।
তোমার এই অকাল মরন এ বুকের শুকনো গাঙে
          সুনামির শব্দ শুনেছি ।

শহীদের অমূল্য প্রাণ করি আজ তাঁদের স্মরন
          মরনেও হয়েছে মহান ।
মৃত্যুই নয় শেষ কথা বুকে বাজে সেই ব্যথা
          কখন যেন হয়েছে আগুন ।
প্রতিবাদের ভাষায় খুঁজি অধিকারের আলো
          উজান বেয়ে তাই চলেছি ।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৭৩১ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ২২/০১/২০১৫

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • সায়েম খান ২৬/০১/২০১৫
    শহীদের রক্ত বৃথা যেতে দেবনা।
  • জাফর পাঠান ২৪/০১/২০১৫
    ভালো লাগলো ।
  • কুয়াশা রায় ২৩/০১/২০১৫
    অমর শহীদ দের জানাই সেলাম।ভাল লাগল।
    • রক্তিম ২৩/০১/২০১৫
      কুয়াশা ভেদ করে সূর্য্য উঠুক নতুন দিনের আলো নিয়ে । আমি আমরা সারারাত অন্ধকারে পথ খুজেছি । রক্তিম অভিবাদন ।
      • কুয়াশা রায় ২৩/০১/২০১৫
        তাই বুঝি? কুয়াশা ভেদ করে সূর্য ওঠা কি এতটাই জরুরি? মাঝে মাঝে পথ হারালে ক্ষ্তি কি?
        • রক্তিম ২৭/০১/২০১৫
          পথ হারাব বলে এবার পথে নেমেছি ।
          • কুয়াশা রায় ২৭/০১/২০১৫
            তবে 'রাতের বেলা সূর্যশোকে আর অশ্রু নাই বা ঝরালেন'!
            • রক্তিম ২৭/০১/২০১৫
              আমার দিনে চাঁদ দেখার অভ্যাস আছে। ও চাঁদ আগলে রাখো জোছনাকে ।
              • কুয়াশা রায় ২৭/০১/২০১৫
                কোই বাত নেহি! "দিনকে যখন সবাই ভালোবাসে,রাত্রি আমি থাকবো তোমার পাশে"।
  • আহমাদ মাগফুর ২৩/০১/২০১৫
    রক্তের শ্রদ্ধা বিনম্রতা দিয়ে যতটা হয়,,,,
    তার চেয়ে বেশি হয়..
    রক্ত দিয়ে।
    • রক্তিম ২৩/০১/২০১৫
      আপনাকে বিনম্র বন্ধুত্বর আহবান জানালাম ।
  • আবিদ আল আহসান ২২/০১/২০১৫
    হুম শহিদ
    • রক্তিম ২৩/০১/২০১৫
      অনেক কিছু বলার না বলার এই ' হুম শহিদ' শুভেচ্ছা রইলো অনেক ভালো থাকবেন ।
  • ২২/০১/২০১৫
    সুন্দর কবিতা ।
    শুভেচ্ছা কবিকে ।
  • ভাল হয়েছে।
  • দারুন ভাষার প্রয়োগ এবং গোছানো শব্দের শক্ত কাঠামো, পড়তে বেশ লেগেছে
    • রক্তিম ২২/০১/২০১৫
      আপনি ও আমার শুভেচ্ছা নেবেন । যেন সামান্য ভালো লাগা হয়ে থেকে যেতে পারি ।
  • ফিরোজ মানিক ২২/০১/২০১৫
    ২৫ মার্চের কালো রাত্রীর অন্ধকার পেিরয়ে ভোর হলো, জন্ম নিল একটি শিশু যার নাম মুক্তি। আমরা স্বাধীন হলাম পেলাম স্বাধীনতা। অনেক ভাল লাগলো ভাই রক্তিম।
    • রক্তিম ২২/০১/২০১৫
      আমরা স্বাধীন কিন্তু সত্যি কি স্বাধীন । প্রশ্ন থেকে যায় আমার ভিতর ও বাহিরে ।
  • সবুজ আহমেদ কক্স ২২/০১/২০১৫
    সুন্দর লিখা । কবি রক্তিম ভাই
  • রনিইরানী ২২/০১/২০১৫
    So wonderful kobi
    • রক্তিম ২২/০১/২০১৫
      আপনি এই কবিতার প্রথম পাঠক । আপনাকে জানাই রক্তিম অভিনন্দন ।
 
Quantcast