www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

মিছিলের গান

যতই ওরা মারবে মিছিল ততই বাড়বে
যতই রক্ত ঝরবে রক্ত গোলাপ ফুটবে ।

আলোর পথ যাত্রী আগুন হয়েই ঝরব
পায়ে পায়ে এগিয়ে যেতে বাঁচার গানই গাইব ।

দুচোখ জুড়ে স্বপ্ন গুলো সাহস করে পথ দেখালো
ঝড়ের রাতে সঙ্গী যারা তারাও সাথে হাত মেলালো ।

হাতছানি কত আসবেই জানি শত শত বাধা আসুকনা
মিছিলেই আছি মিছিলেই বাঁচি কিছুতেই মাথা নোয়াবনা ।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৮২০ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ২০/০১/২০১৫

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • চূড়ান্ত ০৩/০২/২০১৫
    ভালো লাগল।অনেক ভালো লিখেছেন।
  • সবুজ আহমেদ কক্স ০২/০২/২০১৫
    কয়েক বার পড়া হলো .........।
  • সায়েম খান ২৫/০১/২০১৫
    বলো বীর,চির উন্নত মম শির।
  • ফিরোজ মানিক ২১/০১/২০১৫
    'যতই ওরা মারবে মিছিল ততোই বাড়বে' লাইনটিতে খুব গভীরতা আছে। সব মিলে অসাধারণ।
    • রক্তিম ২২/০১/২০১৫
      প্রতি মানুষে আছে প্রতিবাদের বীজ সুপ্ত বা জাগ্রত । সেটুকু দুলিয়ে দিতে আমার প্রয়াস । ভালো থাকবেন ।
  • পায়ে পায়ে এগিয়ে যেতে বাঁচার গানই গাইবো। সহমত কবি।
  • সবুজ আহমেদ কক্স ২১/০১/২০১৫
    ছন্দ অন্ত্যমিল রাখার চেষ্টা করেছেন দারুণ কবি রত্তিম ভাই । শুভেচ্ছা কবি ।
  • নাজমুল আহসান ২০/০১/২০১৫
    ভাল লাগলো , ধন্যবাদ
  • প্রদীপ কুমার ২০/০১/২০১৫
    অনেক ভাল লেখা.......ধন্যবাদ।
  • ২০/০১/২০১৫
    সুন্দর লেখা ।
    সব বাধা-বিপত্তি জয় করতে পারলে একদিন বিজয় আসবেই ।
    ধন্যবাদ ।
  • সুন্দর।বাঁচার গান গাইতে হবে।
  • সুব্রত দাশ আপন ২০/০১/২০১৫
    বেশ ভালো লাগলো কবি। শুভেচ্ছা কবি আপনাকে। বাঙালী বলে গর্ববোধ করি কিন্তু .........
    • রক্তিম ২২/০১/২০১৫
      শুধু বাঙালি বলে কেন বন্ধু মানুষ হিসেবে আমি গর্বিত হই । ভালো থাকবেন ।
  • সবুজ আহমেদ কক্স ২০/০১/২০১৫
    ফাইণ ছন্দ অন্তমিল অসাধারণ লিখা কবি । ভালো লাগলো।শুভেচ্ছা
    আমার পাতায় আমন্ত্রণ রইল ।
  • সবুজ আহমেদ কক্স ২০/০১/২০১৫
    ফাইণ ছন্দ অন্তমিল অসাধারণ লিখা কবি । ভালো লাগলো।শুভেচ্ছা আপনাকে
    আমার পাতায় আমন্ত্রণ রইল ।
  • আমরা বীর বাজ্গালী। মরতে জানি আবার মারতেও জানি। অনেক ভালো লাগলো।
 
Quantcast