আঁধারে রোশনায়
যারে তুই আপন ভাবিস সেতো আপন নয়
কোন সে ব্যথায় চোখের কোলে অশ্রুধারা বয় ।
পদ্ম-পাতায় জল টলমল, মনের ভিতর উথাল পাথাল
কোন সে ব্যথায় চোখের কোলে অশ্রুধারা বয় ।
হৃদয় পুরে দিবানিশি আপনমনে বাজায় বাঁশি
আধেক তারে চিনতে পারি আধেক পারি নাই ।
ভুবনেতে এলে গেলে, রং তামাশায় ডুবে গেলে
পার হতে যে কড়ি লাগে, পাবিরে কোথায় ?
অন্তরেতে যে করে বাস, সত্যি তারে চিনতে কি চাস ?
দুচোখ মুদে খুঁজলে পাবি আঁধারে রোশনায় ।
কোন সে ব্যথায় চোখের কোলে অশ্রুধারা বয় ।
পদ্ম-পাতায় জল টলমল, মনের ভিতর উথাল পাথাল
কোন সে ব্যথায় চোখের কোলে অশ্রুধারা বয় ।
হৃদয় পুরে দিবানিশি আপনমনে বাজায় বাঁশি
আধেক তারে চিনতে পারি আধেক পারি নাই ।
ভুবনেতে এলে গেলে, রং তামাশায় ডুবে গেলে
পার হতে যে কড়ি লাগে, পাবিরে কোথায় ?
অন্তরেতে যে করে বাস, সত্যি তারে চিনতে কি চাস ?
দুচোখ মুদে খুঁজলে পাবি আঁধারে রোশনায় ।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
কুয়াশা রায় ১৯/০১/২০১৫বাহ! ভাল লাগল।
-
সবুজ আহমেদ কক্স ১৯/০১/২০১৫ভালো হয়েছ
-
নাজমুল আহসান ১৯/০১/২০১৫চমৎকার হয়েছে ।
-
দীপঙ্কর বেরা ১৮/০১/২০১৫Bah
khub Sundar lekha -
অ ১৭/০১/২০১৫সুন্দর লেখা ।
-
সবুজ আহমেদ কক্স ১৭/০১/২০১৫proy te nilam tomak ki bondhu hoben ?
-
অগ্নিপক্ষ ১৭/০১/২০১৫গুড।
-
সুব্রত সামন্ত (বুবাই) ১৭/০১/২০১৫নতুন ধরনের চেষ্টা ভালো লাগল।
-
স্বপন রোজারিও(১) ১৭/০১/২০১৫খুবই সুন্দর। অনেকটা আধ্যাত্মিক ধরনের।