জানালা
আছে এখানে অনেক অনেক সম্ভারে সুসজ্জিত এক কামরা,
আছে ভোগের উপকরণ নাগরদোলা চলকে ওঠা ফোয়ারা,
ঝলমলে রঙিন দেওয়ালের ছবি এখনি জীবন্ত হবে,
কাছে আসবে স্পর্শ করবে কত রকমে ভালবাসবে,
নিংরে নেবে সারাটা শরীর থেকে সব যন্ত্রনা,
তবু, এক মুহূর্ত এই জানলা বিহীন ঘরে থাকবনা....।
আছে ভোগের উপকরণ নাগরদোলা চলকে ওঠা ফোয়ারা,
ঝলমলে রঙিন দেওয়ালের ছবি এখনি জীবন্ত হবে,
কাছে আসবে স্পর্শ করবে কত রকমে ভালবাসবে,
নিংরে নেবে সারাটা শরীর থেকে সব যন্ত্রনা,
তবু, এক মুহূর্ত এই জানলা বিহীন ঘরে থাকবনা....।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
সবুজ আহমেদ কক্স ১৭/০১/২০১৫valo laglo @ so thanks brother
-
অ ১২/০১/২০১৫হুম ।
জানালাবিহীন ঘর শোভনহীন , বিরক্তিকর ।
বাই দ্য ওয়ে বাসাভাড়া খুঁজছেন বুঝি?
হাহাহা ........ -
এস,বি, (পিটুল) ১০/০১/২০১৫ভালো লাগলো,
আমার পাতায় আমন্ত্রন রইলো দাদা। -
স্বপন রোজারিও(১) ১০/০১/২০১৫ভালো
-
এফ সাকি ১০/০১/২০১৫সুন্দর!কে চায় বদ্ধ ঘরে বন্দি হয়ে থাকতে।সব উপকরণ থাকলে কি,মনতো বাঁধা থাকতে চায় না।