কাগজে ওর ছবি দেখেছি
কথা দিয়ে কথা রাখা গেলনা
মনে কিছু কোরনা, ভালো থেকো
আমি যেখানে আছি, সেখানে বৃষ্টি হয়না
থুড়ি ভুল করছি, এখানে বৃষ্টি হ্য়
অবিরাম সূর্যের অগ্নি বর্ষন
আমরা এখন পরিশ্রান্ত সীমানা টহলে
ক্লান্ত নকল যুদ্ধের পশরা সাজিয়ে
বিষাক্ত বিছের ছোবলে নীলবর্ণ শরীর
লুকানো মাইনে হৃদয়বিদারী আর্তনাদ
যারা ফুরিয়ে যায় এইভাবে
তাঁদের আপনজনেরা কাঁদতেও পারেনা
কান্না ছায়া খোঁজে...............
ছায়া খুঁজে খুঁজে ক্লান্ত কান্না
বাস্প হয়ে যায় উড়ে ।
আমি জানি আমার বসানো বকুল গাছে
এবার নিশ্চয় ফুল ফুটেছে
চাতকের মত মন নিয়ে
যেই দাঁড়াবে গাছের নিচে
ফুলের ঝরবে অঝোর ঝরে
তোমার মাথায় গায়ে বুকে
এক মুঠো বকুল বাতাসে উড়িয়ে
বাতাসের কানে কানে কিছু কি বলেছিলে ?
বাতাস কথা রাখতে পারেনি
সে মারা গেছে, তাকে হত্যা করা হয়েছে
একটা রাজনৈতিক খুন, দমবন্ধ ষড়যন্ত্র
কাগজে ওর ছবি দেখেছি
মনে কিছু কোরনা, ভালো থেকো
আমি যেখানে আছি, সেখানে বৃষ্টি হয়না
থুড়ি ভুল করছি, এখানে বৃষ্টি হ্য়
অবিরাম সূর্যের অগ্নি বর্ষন
আমরা এখন পরিশ্রান্ত সীমানা টহলে
ক্লান্ত নকল যুদ্ধের পশরা সাজিয়ে
বিষাক্ত বিছের ছোবলে নীলবর্ণ শরীর
লুকানো মাইনে হৃদয়বিদারী আর্তনাদ
যারা ফুরিয়ে যায় এইভাবে
তাঁদের আপনজনেরা কাঁদতেও পারেনা
কান্না ছায়া খোঁজে...............
ছায়া খুঁজে খুঁজে ক্লান্ত কান্না
বাস্প হয়ে যায় উড়ে ।
আমি জানি আমার বসানো বকুল গাছে
এবার নিশ্চয় ফুল ফুটেছে
চাতকের মত মন নিয়ে
যেই দাঁড়াবে গাছের নিচে
ফুলের ঝরবে অঝোর ঝরে
তোমার মাথায় গায়ে বুকে
এক মুঠো বকুল বাতাসে উড়িয়ে
বাতাসের কানে কানে কিছু কি বলেছিলে ?
বাতাস কথা রাখতে পারেনি
সে মারা গেছে, তাকে হত্যা করা হয়েছে
একটা রাজনৈতিক খুন, দমবন্ধ ষড়যন্ত্র
কাগজে ওর ছবি দেখেছি
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
ফিরোজ মানিক ২১/০১/২০১৫কবিরাই পারে বাতাসের কানে কানে কথা বলতে। ধন্যবাদ ভাই।
-
অ ০৬/০১/২০১৫সুন্দর হয়েছে ।
-
ইঞ্জিনিয়ার সজীব ইমাম ০৬/০১/২০১৫যুদ্ধ আর হানাহানি নয় শান্তি চাই। আর কবিতাটি অনেক ভালো লাগলো।
-
বেনামী পত্তনদার ০৫/০১/২০১৫ভালো লাগলো
-
অনিরুদ্ধ বুলবুল ০৫/০১/২০১৫কষ্টের পদাবলী ভাল লেগেছে।
যুদ্ধক্ষেত্রটা প্রকাশে এলে অনুভূতিটা আরো পরিস্কার হতো।
অভিনন্দন ও শুভেচ্ছা কবিকে। -
অগ্নিপক্ষ ০৫/০১/২০১৫আরো চেষ্টা করতে হবে।
-
মোহাম্মদ আমান উল্লাহ আমান ০৫/০১/২০১৫ভাল লিখেছেন।