মন মানসী
ও সুন্দরী আমার সুন্দরী
এ গান শোন নাকি
আমার আশার ফুল ঝরে যাবে নাকি ?
ও দূর থেকে ভবঘুরে কতো পথ ছুটে আমি এসেছি,
ও ঝরনার বুক থেকে কতো না সুর ধরে এনেছি ।
ও সুন্দরী আমার সুন্দরী
এ গান শোন নাকি
আমার আশার ফুল ঝরে যাবে নাকি ?
ও কবে থেকে এই মনে নানা রঙে স্বপ্ন এঁকেছি,
ও নীল চোখে সাগরের কতো শত ঢেউ আমি দেখেছি ।
ও সুন্দরী আমার সুন্দরী
এ গান শোন নাকি
আমার আশার ফুল ঝরে যাবে নাকি ?
এ গান শোন নাকি
আমার আশার ফুল ঝরে যাবে নাকি ?
ও দূর থেকে ভবঘুরে কতো পথ ছুটে আমি এসেছি,
ও ঝরনার বুক থেকে কতো না সুর ধরে এনেছি ।
ও সুন্দরী আমার সুন্দরী
এ গান শোন নাকি
আমার আশার ফুল ঝরে যাবে নাকি ?
ও কবে থেকে এই মনে নানা রঙে স্বপ্ন এঁকেছি,
ও নীল চোখে সাগরের কতো শত ঢেউ আমি দেখেছি ।
ও সুন্দরী আমার সুন্দরী
এ গান শোন নাকি
আমার আশার ফুল ঝরে যাবে নাকি ?
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
অ ০২/০১/২০১৫
-
কুয়াশা রায় ০১/০১/২০১৫বেশ অন্যরকম ছন্দ... ভাল লাগল ।
-
তুহিনা সীমা ০১/০১/২০১৫বাহ আপনার সুন্দরী কে নিয়ে দারুন লিখেছেন।
-
ইঞ্জিনিয়ার সজীব ইমাম ০১/০১/২০১৫সুন্দরী নিশ্চই শুনবে..............
-
সাইদুর রহমান ৩১/১২/২০১৪খু-ব সুন্দর কবিতা।
নূতন বছরের শুভেচ্ছা। -
স্বপন রোজারিও(১) ৩১/১২/২০১৪ভালো হয়েছে।
-
কৌশিক আজাদ প্রণয় ৩১/১২/২০১৪এতো সুন্দর যার লেখার হাত তার আশার ফুল ঝরবে না কবি। অশেষ ভালোলাগা রইলো।
ভালো হয়েছে ।
ভালোলাগা রইল ।