মুক্তির গান
রক্তিম রঙে রেঙেছে আকাশ
শিকল ভাঙ্গার গানে ভরেছে বাতাস
এসো তুমি আমি হাজার জনতা মিলে
গাই মুক্তির গান মুক্তির গান ।।
বন্ধু এস হাতে হাত মিলায়
এই মুক্তি প্রাতে কেন থাকবে দুরে ?
এখনো বুঝি অনুভব করনি প্রানের টান
বুঝি প্রানের টান ।।
মুক্তির শ্বেত পায়রা দেখো হাজার হাজার
ভাবী কালের প্রেরণা আছে পাখায় যার
এস ওদের’ই মতো ডাক দিয়ে যাই
জেগে উঠবে যে প্রান ।।
**********
শিকল ভাঙ্গার গানে ভরেছে বাতাস
এসো তুমি আমি হাজার জনতা মিলে
গাই মুক্তির গান মুক্তির গান ।।
বন্ধু এস হাতে হাত মিলায়
এই মুক্তি প্রাতে কেন থাকবে দুরে ?
এখনো বুঝি অনুভব করনি প্রানের টান
বুঝি প্রানের টান ।।
মুক্তির শ্বেত পায়রা দেখো হাজার হাজার
ভাবী কালের প্রেরণা আছে পাখায় যার
এস ওদের’ই মতো ডাক দিয়ে যাই
জেগে উঠবে যে প্রান ।।
**********
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
নাজমুল আহসান ২৫/১২/২০১৪
-
তুহিনা সীমা ২২/১২/২০১৪অবশ্যই জেগে উঠবে। আপনার জাগরনের কবিতা অনেক ভালো লাগলো।
-
একনিষ্ঠ অনুগত ২০/১২/২০১৪বাহ
-
পিয়ালী দত্ত ১৯/১২/২০১৪দারুন
-
সাইফুল্লাহ আল-জাহিদ ১৯/১২/২০১৪অসাধারন
-
সায়েম খান ১৯/১২/২০১৪শুধু শুধু মিছে করি আমি কল্পনা
স্বাধীন আমি আছি কতইনা সুখে
কল্পনাটা কল্পনাই গেল রয়ে
স্বপ্নগুলোর সমাধি হলো এ বুকে। -
সাইদুর রহমান ১৯/১২/২০১৪চমৎকার লিখেছেন।
শুভেচ্ছা রইলো। -
অনিরুদ্ধ বুলবুল ১৮/১২/২০১৪আমার বন্ধুর এসো; করি মুক্তির গান
ভেঙে ফেলি আজ সব বাঁধা ব্যবধান! -
শিমুল শুভ্র ১৮/১২/২০১৪চমৎকার প্রাণের কবিতা , মন ভরালেন ।
-
কৌশিক আজাদ প্রণয় ১৮/১২/২০১৪প্রাণের জাগরণে উদ্দীপ্ত সুর অসাধারণ ...
এসো গাই শক্তির গান
প্রানের উছ্বাসে আন্দোলিত হই আমরা সবাই
ধন্যবাদ