www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

আর অপেক্ষা নয়

মাগো তুমি আজো অপেক্ষা কর
চশমাটাকে আছড়ে ভেঙ্গে ফেল
শিড়দাঁড়ায় ঋজু হয়ে উঠে দাড়াও
হাতের লাঠিতে আর ভর দিওনা ।
  ওইযে ধানের ক্ষেতে বাতাস ঢেউ খেলছে,
  উঠোন জুড়ে চড়ুইঝাঁক কিচির মিচির করছে,
  বুলবুলিটা খেজুর গাছের রস চুসে খাচ্ছে,
শাপলা ফোটা কাঁচ জলে মাছেরা রুপালী ঝিলিক দিচ্ছে,
  দুধসাদা বকটা নীল আকাশে ডানা মেলছে,
  লাল সবুজের পতাকা পতপত করে উড়ছে,
                   ওইগুলোই আমি ................
হ্যা আমি বলেছিলাম তোমার কাছে ফিরে আসব
পায়ে যাতে রক্তের দাগ না লাগে মুছে ফেলেছি
শিশির ভেজা সবুজ ঘাসে হাঁটলে বুজতে পারনা ?
কত কত মুক্তির গান গলায় গলায় তুলেছি
সাইরেনের বোমা গুলির শব্দ আর কি শুনতে পাও ?
পাওনাতো ? চোখটাকে মোছ, আলোর দিকে এগিয়ে যাও
          ওখানে আমি আছি তোমার সাথে তোমার পাশে ।
বিষয়শ্রেণী: সমসাময়িক
ব্লগটি ৯০৬ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ১৭/১২/২০১৪

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • ভাল লাগল।
  • ১৯/১২/২০১৪
    অনেক অনেক সুন্দর হয়েছে ।
    শুভেচ্ছা রইল ।
  • সায়েম খান ১৭/১২/২০১৪
    কুমড়ো ফুলে ফুলে নুয়ে পড়েছে লতাটা,
    সজনে ডাটায় ভরে গেছে গাছটা।
    আর আমি ডালের বড়ি শুকিয়ে রেখেছি,
    খোকা তুই কবে আসবি ...?
    • রক্তিম ১৭/১২/২০১৪
      খুব খুব দারুন লাগলো । আমার ইচ্ছা যে যে রান্নার কথা গুলো লেখা আছে সব সব আমার খুব প্রিয়। এত সুন্দর একটা মন্তব্য অনেকদিন পাইনি । আপনি খুব ভালো থাকবেন । যদি সুযোগ হ্য় খেতে যাব নিমন্ত্রণ করলেও যাব ।
 
Quantcast