www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

মহরত

আবার পেয়েছি ফিরে নতুন করে
এত আলো এত হাসি গান
তোমার রক্ত-রাগে সাত পরী জাগে
জোয়ার তুলে নদী যায় মোহানায়
দিলে সঞ্চারী প্রাণ তোমারি সে দান ।

শস্য শ্যামল ধরা যদি বৃষ্টি ধারায়
এত প্রাণ কেন তবে অকালে হারায়
তোমার পরশে ফুল শাখায় শাখায়
দ্রিম দ্রিম ছন্দ হৃদয় জুড়ে
মাদল বাজায় মাদল বাজায় ।

বন্ধু এস আজ হাত বাড়াও
রক্ত তুলিকায় ছবি রাঙাও
সূর্য্যমুখীরা চেয়ে তোমার দিকে
মুঠো মুঠো রোদ্দুরে স্বপ্ন সাজাও
জীবন ভরাও স্বপ্ন সাজাও ।।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৬৮৫ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ১৬/১২/২০১৪

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • সায়েম খান ২৬/১২/২০১৪
    স্বপ্ন সাজাতে আসলাম বন্ধু।
  • স্বপ্ন সাজাও আরও কাব্যিকভাবে, বন্ধু!!
    • রক্তিম ১৮/১২/২০১৪
      স্বপ্ন সাম্পান যাবে অনেকদুর .........দেখতে যাবে নতুন এক ভোর।
  • শম্পা ১৭/১২/২০১৪
    ভীষণ আশার আলো দেখালেন কবি। ভালো থাকবেন।
    • রক্তিম ১৮/১২/২০১৪
      ভাল আছি ভাল থাকি ......।। জীবন তার গতিতে চলছে আর চলছে। আপনি ও ভালো থাকবেন ।
  • বন্ধু হাত বাড়িয়ে দিলাম। সাথে আছি সব সময়। সুন্দর আপনার কবিতাটি............
    • রক্তিম ১৭/১২/২০১৪
      তুমি সুন্দর বললেই আমার কবিতা সুন্দর হ্য়। যদি খারাপ বল তাহলে খারাপ ... বন্ধু বললে এই খারপ এই ভালো । এখন আর রাত নেই দিন একটু চোখ মেলো । দুরে ও সুদুরেতে চ... পাশে থাকো আরো কিছু পুরনো কথা বল ।
  • অনিরুদ্ধ বুলবুল ১৭/১২/২০১৪
    বাহ্ কবি -
    জীবনে বাজুক ছন্দময় তান;
    জীবন ভরাও স্বপ্ন সাজাও...

    প্রভাতি শুভেচ্ছা -
  • একনিষ্ঠ অনুগত ১৭/১২/২০১৪
    ভালো লাগলো...
  • শিমুল শুভ্র ১৬/১২/২০১৪
    অসম্ভব চমৎকার কবিতা , মন ভুলানো ।
    • রক্তিম ১৭/১২/২০১৪
      আপনার এই মন্তব্য যেন শিউলী সুবাস ছড়ানো কৈশোরে ফিরিয়ে নিয়ে যায় ।
  • ভাল হয়েছে।
 
Quantcast