২১ ফেব্রুয়ারী
আমার ভায়ের রক্তে সেদিন ভিজেছিল রাজপথ
আগুন সামনে রেখে তাঁরা সবাই নিয়েছিল শপথ
বুক ফাটা চিত্কারে বাতাস হয়েছিল ভারি
সে কথা কি জীবনে আমি ভুলতে পারি ।।
২১ ফেব্রুয়ারী ২১ ফেব্রুয়ারী ২১ ফেব্রুয়ারী
সেদিন ফোটেনি রক্তপলাশ, আকাশে ওঠেনি চাঁদ
এক বুক অভিমান করে জেগেছিল সারারাত
অধিকার শুধু চেয়েছিল বাংলায় কথা বলার
গোলাগুলি আর কার্তুজে জবাব মিলেছে তার
বুক ফাটা চিত্কারে বাতাস হয়েছিল ভারি
সে কথা কি জীবনে আমি ভুলতে পারি।।
২১ ফেব্রুয়ারী ২১ ফেব্রুয়ারী ২১ ফেব্রুয়ারী
গুঁড়িয়ে যাওয়া প্রানের দামে তাঁরা স্বাধীনতা দিল এনে
আজ বাংলার ঘরে ঘরে দীপ জ্বালাও তাঁদের মেনে
সেদিনের চাওয়া বাংলার ছবি নতুন করে পাওয়া
মুক্ত কন্ঠে গলায় গলায় হোকনা সে গান গাওয়া ।।
২১ ফেব্রুয়ারী ২১ ফেব্রুয়ারী ২১ ফেব্রুয়ারী
আগুন সামনে রেখে তাঁরা সবাই নিয়েছিল শপথ
বুক ফাটা চিত্কারে বাতাস হয়েছিল ভারি
সে কথা কি জীবনে আমি ভুলতে পারি ।।
২১ ফেব্রুয়ারী ২১ ফেব্রুয়ারী ২১ ফেব্রুয়ারী
সেদিন ফোটেনি রক্তপলাশ, আকাশে ওঠেনি চাঁদ
এক বুক অভিমান করে জেগেছিল সারারাত
অধিকার শুধু চেয়েছিল বাংলায় কথা বলার
গোলাগুলি আর কার্তুজে জবাব মিলেছে তার
বুক ফাটা চিত্কারে বাতাস হয়েছিল ভারি
সে কথা কি জীবনে আমি ভুলতে পারি।।
২১ ফেব্রুয়ারী ২১ ফেব্রুয়ারী ২১ ফেব্রুয়ারী
গুঁড়িয়ে যাওয়া প্রানের দামে তাঁরা স্বাধীনতা দিল এনে
আজ বাংলার ঘরে ঘরে দীপ জ্বালাও তাঁদের মেনে
সেদিনের চাওয়া বাংলার ছবি নতুন করে পাওয়া
মুক্ত কন্ঠে গলায় গলায় হোকনা সে গান গাওয়া ।।
২১ ফেব্রুয়ারী ২১ ফেব্রুয়ারী ২১ ফেব্রুয়ারী
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
ইঞ্জিনিয়ার সজীব ইমাম ১৭/১২/২০১৪বাহ ২১ নিয়ে পড়া আমার কবিতাগুলোর মধ্যে অন্যতম ভালো লাগলো আপনার লেখাটি। এটা ২১ এ ফেব্রুয়ারি তে দিলে বেশি ভালো হতো।
-
ফাহমিদা ফাম্মী ১৬/১২/২০১৪অসাধারন ।
-
চূড়ান্ত ১৫/১২/২০১৪ভালো লিখেছেন।
-
কৌশিক আজাদ প্রণয় ১৫/১২/২০১৪মুক্ত কণ্ঠে গলায় গলায় হোকনা সে গান গাওয়া। ভালোলাগা রইলো।