আলোর পৃথিবী
সারারাত তার চোখে ঘুম নেই ।
কর্মখালির বিজ্ঞাপনে
যারা দুটো চোখ ঝলসে গেল
সারারাত তার চোখে ঘুম নেই ।
চোখে জিজ্ঞাসা নিয়ে ছোটে,
পাথরে আঘাত পেয়ে ফিরে এল
রক্তাক্ত হৃদয় ঘিরে শুন্যতা বার বার প্রতিধ্বনি করে ।
সারারাত তার চোখে ঘুম নেই ।
চলতে পথে সে থমকে গেছে
নীড় বাঁধা স্বপ্ন নিয়ে, কালো দুটি চোখ তাকে’ই দেখে
নীড় বাঁধা স্বপ্ন নিয়ে, এক’ই সাথে সাগরের গভীরতা
চঞ্চল ঝরনা ওই দুচোখে
হৃদয়ের গভীর থেকে
গোলাপ তুলে আনে তার খোঁপায় পরাতে
রৌদ্রতাপে হাতের ফুল তার হাতে’ই গেল ঝরে
সারারাত তার চোখে ঘুম নেই ।
এইভাবে প্রতিদিন স্বপ্ন স্বয়ম্বরা
রত্নমূল্যে বিকিয়ে যায়
বৃষ্টি নেই শুধু’ই খরা
বুকের যন্ত্রনা পাকে পাকে জড়িয়ে
তার কন্ঠে চেপে বসে
শব্দহীন শব্দ হ্য় যন্ত্রনা ।
রক্তাক্ত হৃদয় ঘিরে শুন্যতা বার বার প্রতিধ্বনি করে ।
সারারাত তার চোখে ঘুম নেই ।
তবু কোন আলোর পৃথিবী
স্বপ্নের সুর করে রচনা,
আহত বীর আবার জাগে
খুঁজে ফেরে সে আলোর কণা ।
কিছুতেই তাকে ফেরানো গেলনা ।
কর্মখালির বিজ্ঞাপনে
যারা দুটো চোখ ঝলসে গেল
সারারাত তার চোখে ঘুম নেই ।
চোখে জিজ্ঞাসা নিয়ে ছোটে,
পাথরে আঘাত পেয়ে ফিরে এল
রক্তাক্ত হৃদয় ঘিরে শুন্যতা বার বার প্রতিধ্বনি করে ।
সারারাত তার চোখে ঘুম নেই ।
চলতে পথে সে থমকে গেছে
নীড় বাঁধা স্বপ্ন নিয়ে, কালো দুটি চোখ তাকে’ই দেখে
নীড় বাঁধা স্বপ্ন নিয়ে, এক’ই সাথে সাগরের গভীরতা
চঞ্চল ঝরনা ওই দুচোখে
হৃদয়ের গভীর থেকে
গোলাপ তুলে আনে তার খোঁপায় পরাতে
রৌদ্রতাপে হাতের ফুল তার হাতে’ই গেল ঝরে
সারারাত তার চোখে ঘুম নেই ।
এইভাবে প্রতিদিন স্বপ্ন স্বয়ম্বরা
রত্নমূল্যে বিকিয়ে যায়
বৃষ্টি নেই শুধু’ই খরা
বুকের যন্ত্রনা পাকে পাকে জড়িয়ে
তার কন্ঠে চেপে বসে
শব্দহীন শব্দ হ্য় যন্ত্রনা ।
রক্তাক্ত হৃদয় ঘিরে শুন্যতা বার বার প্রতিধ্বনি করে ।
সারারাত তার চোখে ঘুম নেই ।
তবু কোন আলোর পৃথিবী
স্বপ্নের সুর করে রচনা,
আহত বীর আবার জাগে
খুঁজে ফেরে সে আলোর কণা ।
কিছুতেই তাকে ফেরানো গেলনা ।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
সুদীপ্তবিশ্বাস ০৯/১২/২০১৪বাঃ !!!
-
আবিদ আল আহসান ০৬/১২/২০১৪এতো ভালো লিখে কেমনে?
-
মোহাম্মদ আমান উল্লাহ আমান ০৬/১২/২০১৪ভাল লাগল বেশ।
-
মোঃ আবদুল করিম ০৪/১২/২০১৪খুবই ভালো লাগলো
-
মোঃ শফিকুল ইসলাম মোল্লা (সজীব) ০৩/১২/২০১৪চমৎকার!
-
অ ০৩/১২/২০১৪ভালো ।।
-
অনিরুদ্ধ বুলবুল ০৩/১২/২০১৪অন্যত্র পড়লাম। একই লেখা একই সময়ে দুই পাতায় দিলে ঠকতে হয়। এই সময়ের একই পাঠক পড়ছেন, কিছু দিনের বিরতিতে দিলে নতুন কিছু পাঠক পাওয়া যায়। শুভেচ্ছা রইল -
-
সুলতান মাহমুদ ০৩/১২/২০১৪valo laglo
-
ইঞ্জিনিয়ার সজীব ইমাম ০৩/১২/২০১৪কোনো বাধনেই বাধা যে গেলো না তাকে
ফেরানো গেলাে না কিছুতেই.............
হারিয়ে গেলো নিমিষেই।