www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

আলোর পৃথিবী

সারারাত তার চোখে ঘুম নেই ।
কর্মখালির বিজ্ঞাপনে
যারা দুটো চোখ ঝলসে গেল
 সারারাত তার চোখে ঘুম নেই ।
চোখে জিজ্ঞাসা নিয়ে ছোটে,
পাথরে আঘাত পেয়ে ফিরে এল
রক্তাক্ত হৃদয় ঘিরে শুন্যতা বার বার প্রতিধ্বনি করে ।
 সারারাত তার চোখে ঘুম নেই ।
চলতে পথে সে থমকে গেছে
নীড় বাঁধা স্বপ্ন নিয়ে, কালো দুটি চোখ তাকে’ই দেখে
নীড় বাঁধা স্বপ্ন নিয়ে, এক’ই সাথে সাগরের গভীরতা
চঞ্চল ঝরনা ওই দুচোখে
হৃদয়ের গভীর থেকে
গোলাপ তুলে আনে তার খোঁপায় পরাতে
 রৌদ্রতাপে হাতের ফুল তার হাতে’ই গেল ঝরে
 সারারাত তার চোখে ঘুম নেই ।
এইভাবে প্রতিদিন স্বপ্ন স্বয়ম্বরা
রত্নমূল্যে বিকিয়ে যায়
বৃষ্টি নেই শুধু’ই খরা
বুকের যন্ত্রনা পাকে পাকে জড়িয়ে
তার কন্ঠে চেপে বসে
   শব্দহীন শব্দ হ্য় যন্ত্রনা ।
রক্তাক্ত হৃদয় ঘিরে শুন্যতা বার বার প্রতিধ্বনি করে ।
 সারারাত তার চোখে ঘুম নেই  ।
তবু কোন আলোর পৃথিবী
     স্বপ্নের সুর করে রচনা,
আহত বীর আবার জাগে
      খুঁজে ফেরে সে আলোর কণা ।
কিছুতেই তাকে ফেরানো গেলনা  ।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৭৭৬ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ০৩/১২/২০১৪

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • সুদীপ্তবিশ্বাস ০৯/১২/২০১৪
    বাঃ !!!
    • রক্তিম ১০/১২/২০১৪
      আপনার ভালো লেগেছে । এই আমার সবচয়ে আনন্দের । ভালো থাকুন ।
  • আবিদ আল আহসান ০৬/১২/২০১৪
    এতো ভালো লিখে কেমনে?
  • ভাল লাগল বেশ।
  • মোঃ আবদুল করিম ০৪/১২/২০১৪
    খুবই ভালো লাগলো
  • চমৎকার!
  • ০৩/১২/২০১৪
    ভালো ।।
  • অনিরুদ্ধ বুলবুল ০৩/১২/২০১৪
    অন্যত্র পড়লাম। একই লেখা একই সময়ে দুই পাতায় দিলে ঠকতে হয়। এই সময়ের একই পাঠক পড়ছেন, কিছু দিনের বিরতিতে দিলে নতুন কিছু পাঠক পাওয়া যায়। শুভেচ্ছা রইল -
    • রক্তিম ১০/১২/২০১৪
      আমায় মাফ করবেন । আমি এটা না বুঝে করে ফেলেছি । এবং খুব যন্ত্রণার মধ্যে আছি । এমনটা আর কখনো হবেনা । কথা দিলাম । আপনাকে অনেক অনেক ধন্যবাদ ।
  • সুলতান মাহমুদ ০৩/১২/২০১৪
    valo laglo
    • রক্তিম ০৩/১২/২০১৪
      আপনি ভালো থাকবেন । আপনার মূল্যবান মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ ।
  • কোনো বাধনেই বাধা যে গেলো না তাকে
    ফেরানো গেলাে না কিছুতেই.............

    হারিয়ে গেলো নিমিষেই।
    • রক্তিম ০৩/১২/২০১৪
      হারিয়ে যায়নি আলোর কনা খুঁজে আবার সে ফিরে আসবে ।
      ভালো থাকবে ।
      • সেই শুভ কামনাই থাকলো...................
 
Quantcast